মাদারীপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত

মাদারীপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত

Other

মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্বর্ণা আক্তার নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। আহত ছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রীয়াধীন বলে জানা গেছে।

জানা গেছে, শহরের হরিকুমারিয়া এলাকার আলি নুর বেপারীর সাথে একই এলাকার মানিক হাওলাদারের সাথে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।

এই ঘটনার জের ধরে শনিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে ছাত্রী স্বর্ণাকে মারধর করে। পরে স্থানীয়রা আহত আবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।  


অনুমোদনের অপেক্ষায় সিএমপির ছয় থানা

৩৩৭ জনকে উপসচিব পদে পদোন্নতি

আটকে গেল ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই

শিক্ষার্থীকে পিটিয়ে জখম মাদ্রাসার শিক্ষক প্রেপ্তার


আহত স্বর্ণা জানান, আমাদের বাড়ির জমি মধ্যে দিয়ে দুটি রাস্তা করা হয়েছে। আরো একটি রাস্তার জন্য জমি দাবি করে মানিক হাওলাদার।

আমার বাবা রাস্তা দিতে অস্বীকৃতি জানালে আমার বাবাকে মারধর করে। আমি ছাড়াতে গেলে আমাকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছে। আমি এর বিচার চাই।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান বলেন, মামলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

news24bd.tv নাজিম