জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের মুক্তিযুদ্ধ ভিত্তিক নতুন সিনেমা অতলাচক্রের টিজার মুক্তি পেয়েছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীর এই সিনেমাটি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে আহমেদ ছফার লেখা বিখ্যাত উপন্যাস অতলাচক্র নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
সিনেমার টিজার শেয়ার করে নিজের ইন্সটাগ্রামে জয়া লিখেছেন “উনিশশো একাত্তর মহাসিন্ধুর কল্লোল।
সালমান খানের তোয়ালে পরা ছবি ভাইরাল
দেব-মিমি-নুসরাত যে কারণে প্রার্থীদের তালিকায় নেই
চুম্বনের দৃশ্যের আগে ফালতু কথা বলতো ইমরান : বিদ্যা
রণবীরের সঙ্গে ক্যাটরিনার খোলামেলা ছবি বিশ্বাস হয়নি সালমানের
আগামী ১৯ মার্চ, ২০২১ -এ। ” ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গা শিউরে ওঠা ঘটনা নিয়েই লেখা আহমদ ছফার বিখ্যাত উপন্যাস ‘অলাতচক্র’। যা সর্বপ্রথম ১৯৮৫ সালে প্রকাশিত হয়। সেই উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বাংলা সিনেমা ‘অলাতচক্র’।
সিনেমায় আহমেদ রুবেল ও জয়া আহসান ছাড়াও রয়েছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, অভিনেতা গাজী মাহতাব হাসান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আরও অনেকে। অতিথী শিল্পী হিসেবে অভিনয় করেছেন ‘খাঁচা’র চলচ্চিত্র নির্মাতা আকরাম খান। সিনেমা পরিচালনা করছেন হাবিবুর রহমান।
রাজকাহিনী, বিসর্জনের মতন সিনেমায় কাজ করার পর অনেক আগেই দর্শকদের ও পছন্দের অভিনেত্রীর তালিকায় চলে এসেছেন জয়া আহসান। নিজের সুদক্ষ অভিনয় দিয়ে তিনি মন জয় করেছেন দুপারের অজস্র দর্শকের।
news24bd.tv / কামরুল