অন্য ইসলামী দলের রাজনীতি করার অধিকার থাকলে জামায়াতেরও আছে: জাফরুল্লাহ

অন্য ইসলামী দলের রাজনীতি করার অধিকার থাকলে জামায়াতেরও আছে: জাফরুল্লাহ

অনলাইন ডেস্ক

রাজধানীর পল্টনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামের পূর্বপুরুষরা অপরাধ করে থাকলেও বর্তমান তরুণরা কোনো অপরাধ করেনি। অন্য ইসলামিক দলের রাজনীতি করার অধিকার থাকলে জামায়াতে ইসলামেরও আছে।

রোববার সন্ধ্যায় ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও মন্তব্য করেন, ‘কথা বলতে না দেওয়া, গণতন্ত্র নিয়ে সমালোচনা করতে না দেওয়া ৭ মার্চের চেতনা নষ্ট করেছে। ’


দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্ক সংকেত জারি

সন্ত্রাসীদের গুলিতে মাথার খুলি উড়ে গেল ইউপি সদস্যের

নারীকে ধর্ষণের পর ইয়াবা দিয়ে ধরিরে দেয় ছাত্রলীগ নেতা

চট্টগ্রামে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে একজন নিহত

ডা. জাফরুল্লাহ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে বলেন, ঢাকার শাসন ইসলামাবাদের শাসনের চেয়ে খারাপ হয়ে গেছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও কর্মীরা।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর