উদ্যোক্তা হতেও অনেকটা পিছিয়ে নারীরা

উদ্যোক্তা হতেও অনেকটা পিছিয়ে নারীরা

Other

নারীদের উদ্যোক্তা হয়ে উঠার গল্প সবাই শুনতে চায়, তবে রাষ্ট্র কতটুকু পারছে তাদেরকে পৃষ্ঠপোষকতা করতে? এসএমই ফাউন্ডেশনের এক জরিপে উঠে এসেছে ভয়াবহ বৈষম্যের কথা, হিসেব বলছে দেশে ১০০ জন উদ্যোক্তার মধ্যে মাত্র ৭ জন নারী উদ্যোক্তা। বিশেষজ্ঞরা বলছেন, পদে পদে বাধা, ব্যাংক লোনের স্বল্পতা, সরকারি নীতি সহায়তা না পাওয়া নারী উদ্যোক্তা হওয়ার বড় অন্তরায়।  

বিশ্ব বাজারে দ্বিতীয় বৃহৎ পোশাক উৎপাদক দেশ বাংলাদেশ। যেই খাতে সবচেয়ে বেশি কাজ করেন নারীরা।

সস্তা শ্রমকে পুঁজি করে শত কোটি টাকার মালিক হচ্ছেন অনেকেই, তবে দিন বদলায় না নারী কর্মীদের।

চাকুরীর বঞ্চনা ছেড়ে যখন নারীরা উদ্যোক্তা হতে চান সেখানেও যেনো অন্ত নেই নানাবিধ বাধার। এসএমই ফাউন্ডেশনের এক জরিপে দেখা যায় উদ্যোক্তা হতেও অনেকটা পিছিয়ে নারীরা।


বিশ্ব নারী দিবস আজ

নারীর কর্মসংস্থান হলেও বেড়েছে নির্যাতন নিপীড়ন

অস্তিত্ব রক্ষায় এখনো সংগ্রামী নারী, তবে আজো ন্যয্যতা আর নিরাপত্তা বঞ্চিত

সাইবার অপরাধের সবচেয়ে বড় ভুক্তভোগী নারীরা


হিসেব বলছে, দেশে মোট উদ্যোক্তা ৭৮,১৮৫৬৫ যার মধ্যে পুরুষ ৭২,৫৫০০০ আর নারী ৫,৬৩০০০ জন।

শতকরা হিসেবে যা ৭.২ শতাংশ। এর মধ্যে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ই রয়েছেন ৯৯ শতাংশ নারী উদ্যোক্তা। বড় ব্যবসায় নারীদের অংশগ্রহণ খুবই কম।

যদিও এসএমই ফাউন্ডেশন বলছে, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ঋণ বিতরণ, কিংবা যেকোন সহায়তায় পাশে রয়েছে তারা।

বর্তমানে অনলাইন ব্যবসায় যুক্ত হচ্ছেন বহু নারী। বিশেষজ্ঞদের পরামর্শ গুরুত্ব দেয়া উচিত নারী উদ্যোক্তা বাড়াতে।   

এছাড়া নারী উদ্যোক্তা তৈরিতে পারিবারিক সহায়তা বাড়ানোর পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।
 

news24bd.tv/আয়শা