আজকের দিনটি আসলে পুরুষদের উদ্দেশ্যে

আজকের দিনটি আসলে পুরুষদের উদ্দেশ্যে

Other

আজকের দিনটি নারী দিবস হিসেবে চিহ্নিত হলেও আসলে দিনটি পুরুষদের উদ্দেশ্যে এই কথাটিই জোর দিয়ে বলার জন্য যে, বন্ধুরা পৃথিবী থেকে আসুন বৈষম্য দূর করি, আর্ধেক আনন্দ নিয়ে বেঁচে থেকে কী লাভ বলুন? 

আসুন সবাই মিলে পূর্ণ আনন্দে বাঁচি। ভোগী আর ভোগ্যের বিভাজন থেকে বেরিয়ে সমতার পৃথিবীতে এসেই দেখুন, আপনার ভেতরকার অপরাধবোধ থেকে মুক্ত হয়েই দেখুন, পৃথিবী আসলে সুন্দর।  

আপনি মনে মনে একথা জানেন যে, সৃষ্টির শুরু থেকে আপনি যাকে ক্ষমতায়/শক্তিতে/বৈষম্যে পরাজিত, পদানত, পর্দানত করতে চেয়েছেন তারা আপনাকে শত্রুজ্ঞান করেনি, তারা আপনার পাশে দাঁড়িয়ে, আপনার সংগে থেকে কাজ করতে চেয়েছে সমতার ভিত্তিতে, সমানতর সক্ষমতা নিয়ে।  

আজকের দিনে এসব কথাই আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই আমরা।

দিনটি তাই কেবল আমাদের নয়, আপনারও, আমার প্রিয় পুরুষ বন্ধু-পিতা-ভাই-সহকর্মী-সহযাত্রী আপনাদেরও।


বিশ্ব নারী দিবস আজ

নারীর কর্মসংস্থান হলেও বেড়েছে নির্যাতন নিপীড়ন

অস্তিত্ব রক্ষায় এখনো সংগ্রামী নারী, তবে আজো ন্যয্যতা আর নিরাপত্তা বঞ্চিত

সাইবার অপরাধের সবচেয়ে বড় ভুক্তভোগী নারীরা


আজকের দিনটি নারী দিবস হিসেবে চিহ্নিত হলেও আসলে দিনটি পুরুষদের উদ্দেশ্যে এই কথাটিই জোর দিয়ে বলার জন্য যে, বন্ধুরা পৃথিবী থেকে আসুন বৈষম্য দূর করি, আধেক আনন্দ নিয়ে বেঁচে থেকে কী লাভ বলুন?

 
আসুন সবাই মিলে পূর্ণ আনন্দে বাঁচি। ভোগী আর ভোগ্যের বিভাজন থেকে বেরিয়ে সমতার পৃথিবীতে এসেই দেখুন, আপনার ভেতরকার অপরাধবোধ থেকে মুক্ত হয়েই দেখুন, পৃথিবী আসলে সুন্দর।  

আপনি মনে মনে একথা জানেন যে, সৃষ্টির শুরু থেকে আপনি যাকে ক্ষমতায়/শক্তিতে/বৈষম্যে পরাজিত, পদানত, পর্দানত করতে চেয়েছেন তারা আপনাকে শত্রুজ্ঞান করেনি, তারা আপনার পাশে দাঁড়িয়ে, আপনার সংগে থেকে কাজ করতে চেয়েছে সমতার ভিত্তিতে, সমানতর সক্ষমতা নিয়ে।


 
আজকের দিনে এসব কথাই আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই আমরা। দিনটি তাই কেবল আমাদের নয়, আপনারও, আমার প্রিয় পুরুষ বন্ধু-পিতা-ভাই-সহকর্মী-সহযাত্রী আপনাদেরও।

মাসুদা ভাট্টি, সাংবাদিক, দৈনিক আমাদের অর্থনীতি 

news24bd.tv/আয়শা