সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

অনলাইন ডেস্ক

হুথি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সৌদি সামরিক জোটের একটি ড্রোন ভূপাতিত করেছে। এই ড্রোনটি নির্মাণকারী দেশ হচ্ছে তুরস্ক।  

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গতকাল (রোববার) তার টুইটার একাউন্টে দেয়া এক পোস্টে জানিয়েছেন, তার দেশের সামরিক বাহিনী তুরস্কে নির্মিত কারায়েল নামক একটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ড্রোনটি পরিচালনা করেছিল সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট।


বিশ্ব নারী দিবস আজ

নারীর কর্মসংস্থান হলেও বেড়েছে নির্যাতন নিপীড়ন

অস্তিত্ব রক্ষায় এখনো সংগ্রামী নারী, তবে আজো ন্যয্যতা আর নিরাপত্তা বঞ্চিত

সাইবার অপরাধের সবচেয়ে বড় ভুক্তভোগী নারীরা


জেনারেল সারিয়ি জানান, ড্রোনটি জাওফ প্রদেশের আল-মারাজিক এলাকার আকাশে গুপ্তচরবৃত্তি চালাচ্ছিল। ইয়েমেনে তৈরি একটি ক্ষেপণাস্ত্র দিয়েই ড্রোনটি ভূপাতিত করা হয়। তবে এ ক্ষেপণাস্ত্র এখনো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়নি।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্র দেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।

তবে ইয়েমেনের হুথি যোদ্ধারা ও তাদের সমর্থিত সেনারা ধীরে ধীরে রুখে দাঁড়িয়েছে এবং ইয়েমেনিরা এখন নিয়মিতভাবে পাল্টা হামলা চালিয়ে আসছে।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি ও তার মিত্ররা মিলে ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। কিন্তু, ইয়েমেনের সাধারণ মানুষ এখন  রুখে দাড়িঁয়েছে। পাল্টা হামলা চালানো শুরু করেছে হুথি যোদ্ধারাও।  

news24bd.tv/আয়শা