পাঁচফোড়ন দিয়ে সবজির নানা পদ

পাঁচফোড়ন দিয়ে সবজির নানা পদ

অনলাইন ডেস্ক

সবজি একটি অতি প্রয়োজনীয় খাবার। সবজিতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন ও মিনারেল। এছাড়াও, সবজির রয়েছে হাজারো গুণাবলি যা আমাদের সুস্থ্য রাখতে সহায়তা করে। পাচঁফোড়ন দিয়ে সবজির অসাধারণ একটি রেসিপি দেওয়া হল।

উপকরণ :পেঁপে+আলু (কিউব) ১ কাপ,সিম+ বরবরটি+পটল আধা কাপ,গাজর আধা কাপ,পেঁয়াজ কুচি ১ কাপ,আদা বাটা ১ চা চামচ,হলুদ বাটা আধা চা চামচ,মরিচ বাটা ১ চা চামচ,পাঁচফোড়ন ১ চা চামচ,কাঁচামরিচ ৪-৫টি,লবণ স্বাদমতো,জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ,সয়াবিন তেল আধা কাপ।


বিশ্ব নারী দিবস আজ

নারীর কর্মসংস্থান হলেও বেড়েছে নির্যাতন নিপীড়ন

অস্তিত্ব রক্ষায় এখনো সংগ্রামী নারী, তবে আজো ন্যয্যতা আর নিরাপত্তা বঞ্চিত

সাইবার অপরাধের সবচেয়ে বড় ভুক্তভোগী নারীরা


প্রণালি :সব সবজি ধুয়ে কিউব করে কেটে নিন। চুলায় পাত্র দিয়ে তেল দিন। তেল গরম হলে পাঁচফোড়ন, আদাবাটা ও সবজি দিয়ে নাড়া দিন।

এবার পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ দিন। মাঝে মাঝে নাড়ুন প্রয়োজন হলে অল্প পানি দিন। সবজি সিদ্ধ হলে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিন।

news24bd.tv/আয়শা