কানের সমস্যা হলে যেসব লক্ষণ দেখা দিতে পারে

কানের সমস্যা হলে যেসব লক্ষণ দেখা দিতে পারে

অনলাইন ডেস্ক

নানা কারণে শ্রবণশক্তি হ্রাস পেতে পারে। তখন সার্বিক যোগাযোগ ক্ষমতায় ব্যত্যয় ঘটে। তাই কানের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। কানের যত্ন নিয়ে পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগের ইউনিটপ্রধান অধ্যাপক ডা. মঞ্জুরুল আলম।

  

শ্রবণশক্তি হ্রাসের প্রভাব

শ্রবণশক্তি হারালে অনেক ধরনের প্রভাব পড়ে। যেমন—

►   শ্রবণশক্তি হারানো মানে কোনো কিছু না বোঝা এবং বিভিন্ন কথাবার্তায় শব্দের পার্থক্য করতে না পারা। কারো শ্রবণশক্তি হারালে এবং তার চিকিৎসা না করালে বা বিলম্ব করা হলে ওই ব্যক্তিটির জানার ক্ষমতা, ভাষার দক্ষতা ও সার্বিক বিকাশ কমে যায়।

►   ভাব প্রকাশ করার ক্ষমতা কমে যাবার পাশাপাশি তার বুদ্ধি কমে যায় ও মানসিক ত্রুটি দেখা যায়।

►   শ্রবণশক্তি হারানো মানুষকে বিচ্ছিন্ন, দুর্বল, একাকী করে দিতে পারে।

►   বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, শ্রবণশক্তি হ্রাসের বিষয়ে মনোযোগের অভাবে বিশ্বব্যাপী ৭৫০ বিলিয়ন ডলারের বার্ষিক খরচ হয়, যা ক্ষতিগ্রস্তদের আয়ের ওপর মারাত্মক প্রভাব ফেলে।


বিশ্ব নারী দিবস আজ

নারীর কর্মসংস্থান হলেও বেড়েছে নির্যাতন নিপীড়ন

অস্তিত্ব রক্ষায় এখনো সংগ্রামী নারী, তবে আজো ন্যয্যতা আর নিরাপত্তা বঞ্চিত

সাইবার অপরাধের সবচেয়ে বড় ভুক্তভোগী নারীরা


শ্রবণশক্তি হারানোর কারণ

►   কম ওজন নিয়ে জন্ম, বার্থ অ্যাসফিক্সিয়া, নবজাতকের জন্ডিস ইত্যাদি রোগ।

►   মায়ের গর্ভকালীন কিছু সংক্রমণ যেমন— সাইটোমেগালো ভাইরাস, রুবেলা। শিশুর মেনিনজাইটিস, মাম্পস, মিজেলাস, মধ্যকর্ণের সংক্রমণ ইত্যাদি।

►  ব্যাকটেরিয়া অথবা ভাইরাস সংক্রমণ।

►   দীর্ঘদিন উচ্চ শব্দপূর্ণ পরিবেশে থাকা বা কানের জন্য ক্ষতিকর ভলিউমে শোনা।

►   কানে ফাংগাল ইনফেকশন বা ময়লা জমা হয়ে কান বন্ধ হয়ে যাওয়া।

এ ছাড়া কানে আঘাত, বংশগত কারণ, কানের জন্য ক্ষতিকর কিছু ওষুধ প্রয়োগ, দীর্ঘ ফোনালাপ, কান বা ব্রেন টিউমার, হঠাৎ মাত্রাতিরিক্ত বা আতশবাজির শব্দ, বার্ধক্যজনিত কারণ ইত্যাদি শ্রবণশক্তি হারানোর কারণ।

news24bd.tv/আয়শা