ইয়েমেনে শরণার্থী শিবিরে আগুন, নিহত ৮

ইয়েমেনে শরণার্থী শিবিরে আগুন, নিহত ৮

অনলাইন ডেস্ক

ইয়েমেনে একটি শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। রবিবার (৭ মার্চ) দেশটির রাজধানী সানায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় আহত অবস্থায় ১৫৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

তবে কীভাবে ওই শরণার্থী শিবিরে আগুন লেগেছে তা জানা যায়নি।


আরও পড়ুনঃ


সমালোচনা আমাদের কাজের সফলতা : কবীর চৌধুরী তন্ময়

পাবনায় থাকছেন শাকিব খান

সাধ্যের মধ্যে ৮ জিবি র‍্যামের রেডমি ফোন

কমেন্টের কারণ নিয়ে যা বললেন কবীর চৌধুরী তন্ময়


সরকারিভাবে আটজনের মৃত্যুর কথা জানানো হলেও মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।

জাতিসংঘের কর্মকর্তারা সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, প্রথম আগুন লাগে যেখানে, সেখানে প্রায় ৭০০ শরণার্থী ছিল। তারা সবাই সীমান্ত পেরিয়ে সৌদি আরবে কাজের খোঁজে যাওয়ার চেষ্টা করেছিল।

কর্তৃপক্ষ তাদের গ্রেফতার করে ওই শরণার্থী শিবিরে পাঠিয়ে দেয়।

news24bd.tv / নকিব