ফের বাড়ছে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতির দায়ে দণ্ডিত সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আগের শর্তে আরও ছয় মাস বাড়ানোর সুপারিশ করে মতামত দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।   

আইন মন্ত্রী জনাব আনিসুল হক এমপি মহোদয় এ সম্পর্কিত নথিতে অনুমোদন দিয়েছেন এবং উক্ত নথি কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।  

এর আগে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতির প্রদানের জন্য আবেদন করা হয়েছিল।

খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে এ সংক্রান্ত আবেদনপত্র হস্তান্তর করেছিলেন।


চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হলো প্রতিবন্ধী নারীকে

অর্থনীতির নতুন পথ সন্ধানের এখনই সময়

৫ বছরে লাশ হয়ে দেশে ফিরেছেন ৪৮৭ নারী শ্রমিক

সন্তানদের নিয়ে রাজনীতি করবেন না : শ্রীলেখা


আজ আইন মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান দেশের মধ্যে যেকোন হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন খালেদা জিয়া। তবে বিদেশ যাওয়ার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

news24bd.tv নাজিম