সন্তানের স্কুলের শিক্ষককে বিয়ে করলেন জেফ বেজোসের সাবেক স্ত্রী

সন্তানের স্কুলের শিক্ষককে বিয়ে করলেন জেফ বেজোসের সাবেক স্ত্রী

অনলাইন ডেস্ক

সিয়াটলের এক স্কুলের বিজ্ঞান শিক্ষককে বিয়ে করেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট। রসায়ন শিক্ষক 'ড্যান জেউইট' 'গিভিং প্লেজ' নামের এক ওয়েবসাইটে ম্যাকেঞ্জির সঙ্গে তার বিয়ের কথা নিশ্চিত করেন।

ফোর্বস ম্যাগাজিন জানায়, সিয়াটলের লেকসাইড স্কুলে পড়াশোনা করে ম্যাকেঞ্জি ও বেজোসের ৪ সন্তান। সেখানকারই শিক্ষক জেউইট।

বিয়ের সংবাদ পেয়ে নতুন দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন জেফ বেজোস।  

বিশ্বের সেরা ধনী নারীদের একজন ঔপন্যাসিক ও সমাজসেবী ম্যাকেঞ্জি স্কট। ম্যাকেঞ্জির সম্পদের মোট মূল্য ৬৬ বিলিয়ন ডলারেরও বেশি। এরই পরিপ্রেক্ষিতে শীর্ষ ধনী নারীর আসন দখল করেছেন ম্যাকেঞ্জি স্কট।

এর আগে, গত বছরের এপ্রিলে বিয়ে বিচ্ছেদের ফলে অ্যামাজনের ৩ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের শেয়ার পেয়ে বিশ্বের অন্যতম ধনী নারীতে পরিণত হন ম্যাকেঞ্জি।


আরও পড়ুনঃ


সমালোচনা আমাদের কাজের সফলতা : কবীর চৌধুরী তন্ময়

পাবনায় থাকছেন শাকিব খান

সাধ্যের মধ্যে ৮ জিবি র‍্যামের রেডমি ফোন

কমেন্টের কারণ নিয়ে যা বললেন কবীর চৌধুরী তন্ময়


জেফের সঙ্গে ম্যাকেঞ্জি ২৫ বছর দাম্পত্য জীবন কাটিয়েছেন। ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর অ্যামাজনের ৪ শতাংশ শেয়ারের মালিক হন ম্যাকেঞ্জি, ওই সময় যার মূল্য ছিল ৩ হাজার ৫০০ কোটি ডলার।

গত ডিসেম্বরে করোনা মহামারির সময় ম্যাকেঞ্জি শতাধিক সংস্থায় ৪১০ কোটি ডলার দান করেন। তারও আগে ২০২০ সালের জুলাইয়ে ১১৬টি অলাভজনক সংস্থা, বিশ্ববিদ্যালয় ও কমিউনিটি ডেভেলপমেন্ট সংস্থায় ১৬৮ কোটি ডলার দান করেন তিনি।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক