সূর্যমুখী ফুলের চাষে আগ্রহ বাড়ছে নেত্রকোনার কৃষকদের

Other

সূর্যমুখী ফুলের চাষ ছড়িয়ে পড়ছে নেত্রকোনায়ও। জেলার বারহাট্টায় এক কৃষক এখন ভালো লাভের আশায় আছেন এই তেলবীজ চাষ করে। তার দেখাদেখি অনেকে আগ্রহী হচ্ছেন এ ব্যাপারে। ভিড় করছেন দর্শনার্থীরাও।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় নেত্রকোনার বারহাট্টা উপজেলায় কৃষক সবুজ মিয়ার সূর্যমুখীর বাগান এটি। সিংধা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে ১০ একর জায়গায় এই তৈলবীজের চাষ করেছেন সবুজ মিয়া। কয়েক মাসে তার বাগানে শতশত ফুল এসেছে।

উপজেলাবাসীর কাছে এই দৃশ্য বেশ উপভোগ্য তাই প্রতিদিনই ভিড় করছেন তারা।

অনেকে বেষ্টনি পেরিয়ে বাগানে ঢুকে পড়ছেন ছবি তুলতে। উদ্যোক্ত সবুজ মিয়ার কাছে এটি বিড়ম্বনা। নতুন ফসলের চাষ এই এলাকায় কর্মসংস্থানও বাড়িয়েছে।


সমালোচনা আমাদের কাজের সফলতা : কবীর চৌধুরী তন্ময়

পাবনায় থাকছেন শাকিব খান

সাধ্যের মধ্যে ৮ জিবি র‍্যামের রেডমি ফোন

কমেন্টের কারণ নিয়ে যা বললেন কবীর চৌধুরী তন্ময়


খাটো জাতের সূর্যমুখীর চাষ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। এতে ভোজ্যতেলের আন্তর্জাতিক বাজারে স্থান করে নেয়ার পাশাপাশি বাড়বে কৃষি পর্যটনের সম্ভাবনাও।

জেলা কৃষি অফিস থেকে জানা যায় নেত্রকোনার বিভিন্ন উপজেলায় অন্তত ৫ হেক্টর জমিতে এবার সূর্যমুখীর চাষ করেছেন কৃষকরা।

news24bd.tv নাজিম