পরিবারে কারো স্ট্রোক হলে যা করবেন

পরিবারে কারো স্ট্রোক হলে যা করবেন

অনলাইন ডেস্ক

স্ট্রোক মস্তিষ্কের রক্তনালির একটি রোগ। সেই রক্তনালি ছিঁড়ে যাওয়া অথবা ব্লক হয়ে যাওয়া স্ট্রোকের কারণ।  

স্ট্রোক দুই ধরনের হয়ে থাকে। রক্তনালি ছিঁড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ।

একে বলে হেমোরেজিক স্ট্রোক। এবং রক্তনালি ব্লক হয়ে গিয়ে মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত না যাওয়া এবং ওই অংশের শুকিয়ে যাওয়া। একে বলে ইস্কেমিক স্ট্রোক।

পরিবারের কারো স্ট্রোকের লক্ষণ দেখা দিলে আপনার প্রথম ও প্রধান করণীয় রোগীকে বিছানায় শুইয়ে দিয়ে যত দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্স ডাকা এবং হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা।

 

নিজে থেকে কোন ধরণের ওষুধপত্র দিবেন না। কারণ ভুল ওষুধে আরও ক্ষতি হতে পারে। মুখ দিয়ে কিছু খাওয়াতে যাবেন না। এমন কী পানিও না। খাবার ও পানি তার শ্বাসনালিতে গিয়ে আটকে যেতে পারে ও শ্বাসকষ্ট হতে পারে অথবা ইনফেকশন করতে পারে, যা এ অবস্থায় তার জন্য খুবই ক্ষতিকর।


আরও পড়ুনঃ


সমালোচনা আমাদের কাজের সফলতা : কবীর চৌধুরী তন্ময়

পাবনায় থাকছেন শাকিব খান

সাধ্যের মধ্যে ৮ জিবি র‍্যামের রেডমি ফোন

কমেন্টের কারণ নিয়ে যা বললেন কবীর চৌধুরী তন্ময়


আর সুই দিয়ে আঙ্গুল ফুটো করে দেয়ার যে প্রচলিত ধারণাটি আছে সেটি ভুলেও করবেন না।  এতে রক্তক্ষরণ থেকে রোগী আরও খারাপ হয়ে যেতে পারে, ক্ষতের জায়গায় ইনফেকশন হয়ে রক্তে ছড়িয়ে সেপটিসেমিয়া হয়ে যেতে পারে এবং আমাদের শরীরের ডিফেন্স মেকানিজমে রক্তনালি সংকুচিত হয়ে স্ট্রোকের ফলাফল আরও খারাপ হতে পারে।  

news24bd.tv / নকিব