সোলার উইন্ড মঙ্গল গ্রহে বসবাসের অন্তরায়, দাবি বিজ্ঞানীদের

Other

মঙ্গল গ্রহে প্রাণ থাকার সম্ভাবনা ক্রমেই নসাৎ করে দিচ্ছে সূর্য। ভারতের পশ্চিমবঙ্গের দু্ই বিজ্ঞান গবেষক সম্প্রতি এমন তথ্য দিয়েছেন। জানান, সূর্য থেকে বেরিয়ে আসা সৌরবায়ুই গ্রহটির ‘প্রাণ’ বায়ুমণ্ডলকে প্রতি মুহূর্তে ছিনিয়ে নিয়ে যাচ্ছে।

সম্প্রতি লাল গ্রহ-মঙ্গলের পা ছুঁয়েছে নাসার মহাকাশযান।

নেমেছে সর্বাধুনিক ল্যান্ডার ও রোভার  পারসিভের‌্যান্স। প্রাণের সন্ধানে যা চষে ফেলতে শুরু করেছে গ্রহটির মাটি।

তবে সেখানে আপাতত মঙ্গলের যাবতীয় অমঙ্গলের কারণ হয়ে দাঁড়িয়েছে সূর্য। পশ্চিমবঙ্গের মোহনপুরের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ’-এর অধ্যাপক দিব্যেন্দু নন্দী এবং সংস্থার ‘সেন্টার অব এক্সেলেন্স ইন স্পেস সায়েন্সেস ইন্ডিয়া-র বিজ্ঞানী অর্ণব বসাক এমন তথ্য দেন।


কাদের মির্জা যেভাবে মারলো, মনে হলো আমি পকেট মাইর

চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হলো প্রতিবন্ধী নারীকে

অর্থনীতির নতুন পথ সন্ধানের এখনই সময়

৫ বছরে লাশ হয়ে দেশে ফিরেছেন ৪৮৭ নারী শ্রমিক


এই দুই বঙ্গসন্তানই প্রথম কম্পিউটার মডেলের মাধ্যমে দেখান সূর্য থেকে বেরিয়ে আসা সোলার উইন্ড কিভাবে মঙ্গলের বায়ুমণ্ডলকে নি:শেষ করে দিচ্ছে।   তারা  বলছেন, চৌম্বক ক্ষেত্র না থাকার ফলেই এমনটি ঘটছে।   

দিব্যেন্দু, অর্ণব বলছেন, মঙ্গলকে বাসযোগ্য করে তোলার জন্য গ্রহটির চার পাশে কৃত্রিম চৌম্বক ক্ষেত্র বানিয়ে ফেলা জরুরি। নয়তো সূর্য থেকে প্রতি মুহূর্তে ছুটে আসা বায়ু সভ্যতার প্রায় ছুঁয়ে ফেলা স্বপ্নকে ছিনতাই করে নিয়ে যাবে।

news24bd.tv নাজিম