আসছে নোকিয়ার ৯০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন

আসছে নোকিয়ার ৯০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন

অনলাইন ডেস্ক

ইন্টারনেটে প্রকাশ হয়েছে নোকিয়ার হাইএন্ড ফ্লাগশিপ ফোনের একটি কনসেপ্ট ছবি। মডেল নোকিয়া মেজ ম্যাক্স টু।

ছবির পাশাপাশি ফোনটির কনফিগারেশনও জানা গেছে। ফোনটিতে থাকছে ১২ জিবি র‌্যাম।

এতে ৯০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি থাকছে।

নোকিয়ার নতুন এই ডিভাইসে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটাপ থাকছে। ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৯ ইঞ্চির সুপার অ্যামোলিড ফোর কে ডিসপ্লে।


চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হলো প্রতিবন্ধী নারীকে

অর্থনীতির নতুন পথ সন্ধানের এখনই সময়

৫ বছরে লাশ হয়ে দেশে ফিরেছেন ৪৮৭ নারী শ্রমিক

সন্তানদের নিয়ে রাজনীতি করবেন না : শ্রীলেখা


দ্রুতগতিতে ফোনটি পরিচালনার জন্য থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট।

১২ জিবি র‌্যামের এই ফোনটি ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে।

তবে কবে নাগাদ ৫জি কানেক্টিভির এই ফোন বাজারে আসবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক