চট্টগ্রাম কারাগারে নিখোঁজ বন্দি খুজঁতে কারা অভ্যন্তরে তল্লাশি

চট্টগ্রাম কারাগারে নিখোঁজ বন্দি খুজঁতে কারা অভ্যন্তরে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কারাগারে নিখোঁজ বন্দি ফরহাদ হোসেন রুবেলকে খুজঁতে কারা অভ্যন্তরের বিভিন্ন জায়গায় ফায়ার সার্ভিসের মাধ্যমে তল্লাশি শুরু করেছে কারা কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি।

এর আগে সকালে তদন্ত কমিটি চট্টগ্রাম কারাগারের ডিআইজি প্রিজনের কার্যালয়ে বিভিন্ন জনের সাথে আলোচনা করেন। পরে তদন্ত কমিটির প্রধান ও খুলনা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক ছগির মিয়া সাংবাদিদের বলেন, সমন্বিতভাবে সব কিছু মাথায় রেখে তদন্ত কাজ করা হচ্ছে।  

নিখোঁজ রুবেলের অবস্থান পরিষ্কার করতে রাষ্ট্রীয় সকল বিষয়গুলোর সমন্বর করে তদন্ত করা হবে।

এর জন্য কারাগারের ভিতর ফায়ার সার্ভিস দিয়ে তল্লাশি করা হচ্ছে।  


 

কাদের মির্জা যেভাবে মারলো, মনে হলো আমি পকেট মাইর

চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হলো প্রতিবন্ধী নারীকে

অর্থনীতির নতুন পথ সন্ধানের এখনই সময়

৫ বছরে লাশ হয়ে দেশে ফিরেছেন ৪৮৭ নারী শ্রমিক


তবে কারা কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির সাথে এখনো একমত নয় বলেও জানান তিনি। সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গত শনিবার থেকে ফরহাদ হোসেন রুবেল কারাগারে নিখোঁজ হন।

 

এ ঘটনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার ও ডেপুটি জেলারকে প্রত্যাহার করা হয়েছে। দুই কারারক্ষীকে বরখাস্তও করা হয়েছে।

news24bd.tv নাজিম