মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাসানুল হক ইনু

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাসানুল হক ইনু

Other

মুক্তিযুদ্ধের সময় দশ হাজার যোদ্ধা ট্রেনিং দিয়েছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাসানুল হক ইনু। যুদ্ধের আগেই অস্ত্র সংগ্রহ করতেন তারা। তৈরি করতেন বোমা। পাকিস্তানের মাটিতেই ওড়ান স্বাধীন বাংলাদেশের পতাকা।

নিউজ টোয়েন্টিফোরকে শোনান সেই যুদ্ধপ্রস্তুতির ইতিহাস।

পল্টন ময়দান। ২৩শে মার্চ, ১৯৭১। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকেই অস্বীকার করল বাংলাদেশ।

বাংলার দামাল ছেলেরা ওড়ালো লাল সবুজ আর হলদে মানচিত্র খচিত পতাকা। পল্টন ময়দানের মঞ্চে সেই পতাকা উত্তোলনের দায়িত্ব ছিল মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাসানুল হক ইনুর।


যে কারণে অভিনয় ছেড়েছিলেন প্রয়াত নায়ক শাহীন আলম

কলকাতায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৯

নামাজে মুস্তাহাব কাজগুলো কী জেনে নিন

কেয়ামতের দিন যে সূরা বান্দার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে


সত্তর সালেই কয়েকজন ছাত্রনেতা মিলে তৈরি করেছিলেন এই পতাকা। যুদ্ধের প্রস্তুতি হিসেবে বোমাও তৈরি করতেন হাসানুল হক ইনুরা। অস্ত্র জোগাড় করার দায়িত্বও ছিল তাদের। পাশাপাশি ট্রেনিংয়ের ব্যবস্থা করতেন।

মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছিলেন যুদ্ধের সময়েও। অবশেষে আসে কাঙ্খিত স্বাধীনতা, বিজয়। হাসানুল হক ইনু মনে করেন, পঞ্চাশ বছরে বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়েছে। আবার অনেক ক্ষেত্রে পূরণ হয়নি প্রত্যাশা।
news24bd.tv আয়শা