খুঁজে পাওয়া গেলো সোনার পাহাড়

খুঁজে পাওয়া গেলো সোনার পাহাড়

অনলাইন ডেস্ক

কঙ্গোতে খুঁজে পাওয়া গেছে ‘সোনার পাহাড়’। সেখানে মাটি খুঁড়লেই পাওয়া যাচ্ছে সোনা, তাই ওই পাহাড়ে সোনা খুঁজতে ভিড় জমিয়েছে কঙ্গোবাসী।

কঙ্গোর ওই পাহাড়ের মধ্যেই নাকি রয়েছে সোনার উপাদান। পাহাড়ের পাথুরে মাটিতে নাকি প্রায় ৬০ থেকে ৯০ শতাংশই আকরিকই স্বর্ণ।

এমনটাই দাবি উঠেছে কঙ্গোর ওই আলোচিত পাহাড় ঘিরে।

পাহাড়টির অবস্থান দেশটির কিভু প্রদেশে। ফেব্রুয়ারির শেষ দিকে এই পাহাড়ে সোনা খুঁজে পাওয়ার কথা জানা যায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ওই পাহাড় ঘিরে মানুষের প্রচুর ভিড়।

যে যা পেয়েছেন তাই নিয়ে চলে এসেছেন লুহিহির ওই পাহাড়ের পাথুরে মাটি খুঁড়ে সোনা খুঁজে বের করতে। কেউ কেউ খালি হাতেই পাহাড়ের মাটি সংগ্রহ করছেন।

ভিডিওতে আরও দেখা যায়, ওই পাহাড়ের পাথুরে মাটি থেকে সোনার উপাদান আলাদা করতে একটি পাত্রের পানিতে তা ধুয়ে নিচ্ছেন গ্রামবাসীরা। এভাবেই হাতের মুঠোয় উঠে আসছে স্বর্ণ!


আরও পড়ুনঃ


সমালোচনা আমাদের কাজের সফলতা : কবীর চৌধুরী তন্ময়

পাবনায় থাকছেন শাকিব খান

সাধ্যের মধ্যে ৮ জিবি র‍্যামের রেডমি ফোন

কমেন্টের কারণ নিয়ে যা বললেন কবীর চৌধুরী তন্ময়


এদিকে, অবস্থা বেগতিক দেখে গত সোমবার থেকে ওই এলাকায় খননকাজ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

দক্ষিণ কিভুর খনিমন্ত্রী বেনান্ত বুরুমে মুহিগিরওয়া বলেছেন, ওই প্রদেশের রাজধানী শহর বুকাবুতে প্রায় ৫০ কিলোমিটার দূরে যে গ্রামে ওই পাহাড়টি রয়েছে, তাতে তিলধারণেরও স্থান নেই। আগামী নির্দেশিকা পর্যন্ত সেই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সূত্র : আনন্দবাজার

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক