টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ মার্চ) ভোররাতে মাদক উদ্ধার অভিযানে ওই দুইজন নিহত হন বলে দাবি করেছে বিজিবি।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, নিহত ব্যক্তিরা মাদকের চালান পাচারকালে গুলিবিনিময়ে নিহত হন।

ঘটনাস্থল থেকে তিন লাখের বেশি পিস ইয়াবাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন


‘সহবাসে’ নিয়ে নতুন সিদ্ধান্ত সায়নীর (ভিডিও)

অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনের চুক্তির মেয়াদ বাড়ল

মেসেঞ্জারে আপত্তিকর ছবি পাঠিয়ে কলেজছাত্রীকে অনৈতিক প্রস্তাব

জটিলতা কাটিয়ে অবশেষে বনানী কবরস্থানেই সমাহিত শাহিন আলম


লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ভোর রাতে একটি মাদকের চালান আসার গোপন সংবাদ আসে। এর ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেন।

এসময় কয়েকজন লোক দেখে চ্যালেঞ্জ করলে মাদককারবারি চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে মাদক পাচারকারীরা কেওরা বাগানের দিকে পালিয়ে যায়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে। গোলাগুলির সময় বিজিবির দুই সদস্য আহত হন।

news24bd.tv আহমেদ