মিশিগানে শ্রেণীকক্ষে বোমা বিস্ফোরণ, আহত ৫

মিশিগানে শ্রেণীকক্ষে বোমা বিস্ফোরণ, আহত ৫

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিশিগানের এক বিদ্যালয়ে শ্রেণীকক্ষে বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জন আহত হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার নিওয়েগো হাইস্কুলে এ ঘটনা ঘটে।

টুইটারে মিশিগানের পুলিশ এক টুইটে জানায়, শ্রেণিকক্ষে বিস্ফোরণের খবর পেয়ে সকাল ৮টা ৫২ মিনিটে পশ্চিম-মধ্য মিশিগানের ওই হাইস্কুলে যায় পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা যায়, এক ছাত্র বোমা বানিয়ে বিদ্যালয়ে নিয়ে আসলে তা দুর্ঘটনাবশত ফেটে যায়।

এতে সেই ছাত্র ও তার চার সহপাঠী আহত হয়েছে।

ঘটনা ঘটার পরপরই জরুরি নম্বরে স্কুল কর্তৃপক্ষের ফোন পেয়ে স্কুলে হাজির হন উদ্ধারকর্মীরা। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুনঃ


সমালোচনা আমাদের কাজের সফলতা : কবীর চৌধুরী তন্ময়

পাবনায় থাকছেন শাকিব খান

সাধ্যের মধ্যে ৮ জিবি র‍্যামের রেডমি ফোন

কমেন্টের কারণ নিয়ে যা বললেন কবীর চৌধুরী তন্ময়


বিস্ফোরণের পরপরই নিওয়েগো কাউন্টির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা ঝুঁকিমুক্ত নিশ্চিত হওয়ার পর স্কুলগুলো খুলে দেওয়া হয়।

মিশিগান রাজ্যের পুলিশের মুখপাত্র মিশেল রবিনসন প্রাথমিক তদন্ত শেষে বলেন, ওই ছাত্রের কোন খারাপ উদ্দেশ্য ছিলো না। সে এটি ইচ্ছাকৃতভাবে ঘটায় নি।

news24bd.tv / নকিব