নেত্রকোনায় শিলা বৃষ্টি

নেত্রকোনায় শিলা বৃষ্টি

Other

ঋতুরাজ বসন্ত। এসময় প্রকৃতি সাজে নতুন সাজে। বসন্তের ফাল্গুন মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ বলে আগুন ঝরানো ফাগুন।

প্রকৃতির সকল কিছুতে প্রাণচাঞ্চল্য নিয়ে আসে। সেইসাথে মানুষের মনেও বিরাজ করে এক দারুণ অনুভূতি।   

প্রথম ফাল্গুন যেমনি জানান দিয়ে আসে। তেমনি বিদায় বেলাটাও হয় প্রকৃতিতে জানান দিয়েই।

আজ ফাল্গুনের ২৪ তারিখ। শেষের দিকটা জানান দিতেই ভোর রাতে বয়ে গেছে ঝড়ো হাওয়া। নেত্রকোনার প্রায় বেশিরভাগ উপজেলাতেই এই ঝাড়ো হাওয়ায় ঝরে পড়েছে পুরনো পাতা। আম্র মুকুল।  


যে কারণে অভিনয় ছেড়েছিলেন প্রয়াত নায়ক শাহীন আলম

কলকাতায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৯

নামাজে মুস্তাহাব কাজগুলো কী জেনে নিন

কেয়ামতের দিন যে সূরা বান্দার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে


তার মধ্যে নেত্রকোনা পৌর শহরসহ কলমাকান্দা ও খালিয়াজুরী উপজেলায় ঝড়ো হাওয়ার সাথে শিলা বৃষ্টি ঝরেছে। এতে গাছে আসা আমের মুকুলসহ কিছু সবজির ক্ষয়ক্ষতি হলে বোরো ফসলের তেমন ক্ষতি হয়নি।  

এ ব্যাপারে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. হাবিবুর রহমান জানান, আমের মুকুল ঝরেছে এই শিলা বৃষ্টিতে। তবে ফসলের ক্ষতি হয় নি।
 
এছাড়াও সবজির প্রায় শেষ সময়। যে কারণে ভয়ের কিছু নেই। যতটুকু হয়েছে আংশিক ক্ষতি হয়েছে। বড় ধরনের ক্ষতি সাধিত হয়নি। আমের মুকুলও যেগুলো ঝরেছে অনেকগুলোতে আবার নতুন মুকুল ধরবে।  

news24bd.tv আয়শা

এই রকম আরও টপিক