আসন্ন নির্বাচনে ক্ষমতা হারাতে পারেন নেতানিয়াহু

আসন্ন নির্বাচনে ক্ষমতা হারাতে পারেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

আগামী ২৩শে মার্চ ইসরায়েলের সাধারণ নির্বাচনে ক্ষমতা হারাতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

নেতানিয়াহুর এই ঘোষণা মতে বিগত দুই বছরের মধ্যে দেশটিতে চতুর্থবারের মতো পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

স্থানীয় গণমাধ্যম চ্যানেল১২ এক জরিপের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হলে মাত্র ২৮টি আসন পাবে ক্ষমতাসীন দল লিকুদ পার্টি।

অথচ বর্তমানে তারা পার্লামেন্টে ৩৬টি আসন নিয়ে ক্ষমতায় আছে।

জোর গুঞ্জন আসন্ন নির্বাচনে নিশ্চিত আসন হারাতে যাচ্ছে নেতানিয়াহুর দলটি। এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে দেশটির রাজনীতিতে।


টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

‘সহবাসে’ নিয়ে নতুন সিদ্ধান্ত সায়নীর (ভিডিও)

অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনের চুক্তির মেয়াদ বাড়ল

মেসেঞ্জারে আপত্তিকর ছবি পাঠিয়ে কলেজছাত্রীকে অনৈতিক প্রস্তাব


জানা গেছে, আসন্ন নির্বাচনে ডানপন্থী লিকুদ পার্টি থেকে বেনিয়ামিন নেতানিয়াহু আবারও মনোনীত হয়েছেন।

তিনি ১৪ বছরেরও বেশি সময় ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। যা দেশটির ইতিহাসে কোনো নেতার সর্বাধিক সময় সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করার রেকর্ড।

news24bd.tv / নকিব