কিছু মানুষ আপনাকে নিচে নামানোর চেষ্টা করবেই

কিছু মানুষ আপনাকে নিচে নামানোর চেষ্টা করবেই

Other

আপনি এসএসসি'তে একটু খারাপ রেজাল্ট করবেন; কিছু আত্মীয়-স্বজন, পাড়া- প্রতিবেশী এসে বলবে- তোমাকে দিয়ে কিছু হবে না! 

আপনার তখন মনে হবে- আমার জীবন তো শেষ! 

এইচএসসি'তে ভালো রেজাল্ট'ই হয়ত করেছেন কিন্তু গোল্ডেন ফাইভ পান'নি। দেখবেন অনেকে এসে বলবে- গোল্ডেন না পেলে তো এই রেজাল্টের কোন মূল্য'ই নেই! 

আপনার তখন মনে হবে- আমার জীবন তো শেষ! 

আপনি যদি  ভালো কোন বিশ্ববিদ্যালয়ে চান্স না পান; তখন মানুষজন এসে বলবে- এইসব পড়াশুনার তো কোন মানে হয় না। সাধারণ ইউনিভার্সিটিতে পড়ে কি আর কিছু করা যাবে! 

আপনি তখন অর্ধেক ডিপ্রেশনে চলে গিয়ে ভাববেন- আমাকে দিয়ে কি তাহলে কিছু হবে? 

আর যদি ভালো কোন বিশ্ববিদ্যালয় চান্স পেয়েও থাকেন; কিন্তু ভালো সাবজেক্টে পড়ছেন না কিংবা রেজাল্ট ভালো না! তখনও একদল লোক এসে বলবে- এই সাবজেক্টে পড়ে কি করবে? এমন রেজাল্ট নিয়ে কি কিছু করতে পারবে? 

একটা জলজ্যান্ত উদাহরণ দেই।  

গত পরশু আমি একটা ভিডিও শেয়ার করেছি।

আমার এখানকার এক ছাত্র আমার ইন্টার্ভিউ নিয়েছে। আমি সেই ভিডিওটা সেয়ার করেছি। সেই পোস্টে এসে এক মহিলা মন্তব্য করেছে 

- "খুবই খুশী হতাম স্যার যদি আপনি বিজ্ঞান নিয়ে পড়তেন। আমার বিশ্বাস আপনার সেই মেধা আছে।

"

চিন্তা করে দেখুন অবস্থা।  

এর মানেটা আসলে কি? 

যারা মানবিক কিংবা সমাজ বিজ্ঞানে পড়ে; তাদের কোন মেধা নেই? জগতের সকল মেধা কেবল বিজ্ঞানে যারা পড়ে তাদের? 

আমি তাকে এটা জিজ্ঞেসও করেছি।  

সে উত্তরে কি বলেছে জানেন? 

- "সমাজ বিজ্ঞানে তো অনেক মানুষই পড়ে। এই জন্য বলেছি। "

এই হচ্ছে আমরা বাংলাদেশিরা।  

এই মহিলা নিজে হয়ত ভালো করে কলেজও পাস করতে পারেনি। হয়ত সেই অর্থে পড়াশুনার ব্যাপারে কোন জ্ঞানও নেই। কিন্তু তিনি ফেসবুকে এসে শুধু জ্ঞান'ই দান করছেন না; উল্টো অন্যকে ছোটও করছেন।  

মূল বিষয় হচ্ছে, জীবনের যে কোন পর্যায়ে'ই আসলে আপনাকে এই রকম মন্তব্য শুনতে হবে। আপনি যত ভালো করুন কিংবা খারাপ। কিছু মানুষ এসে আপনাকে নিচে নামানোর চেষ্টা করবেই। যে করেই হোক তাদের কাজ হবে আপনাকে ছোট করা।  

স্কুল-কলজে- বিশ্ববিদ্যালয়ে খুব ভালো জায়গায় পড়া কিংবা খুব ভালো ছাত্র গুলোকে তো আমি এখন খুব ভালো কিছু করতে দেখছি না। তাহলে কেন আমাদের বলা হতো- ভালো কলেজে না পড়লে, ভালো ইউনিভার্সিটিতে না পড়লে, ভালো রেজাল্ট না থাকলে কোন মূল্য নেই? 

বলছি না এইসবের মূল্য নেই। কিন্তু এইসব না থাকে "কোন মূল্য নেই" এমন ধারণা কই থেকে এসছে? 

জীবন কি এতোই ছোট? রেজাল্ট ভালো না হলে কিংবা ভালো একটা জায়গায় না পড়লে; জীবন শেষ? 

আমার নিজের জীবনের অভিজ্ঞতা তো সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। আমি তো দেখছি পড়াশুনা শেষে চাকরি জীবনে অতি সাধারণ ছাত্র-ছাত্রীরাও অনেক ভালো করছে।  

আসলে বিষয় হচ্ছে জীবনের চলতি পথে ৯০ ভাগ মানুষ আপনার "জীবনটা শেষ" করে দেয়ার চেষ্টা করে বেড়াবে। এদের কাজ'ই হচ্ছে যে করেই হোক আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়া।  


যে কারণে অভিনয় ছেড়েছিলেন প্রয়াত নায়ক শাহীন আলম

কলকাতায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৯

নামাজে মুস্তাহাব কাজগুলো কী জেনে নিন

কেয়ামতের দিন যে সূরা বান্দার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে


আপনার কাজ হবে ওই ৯০ ভাগ মানুষকে ভালো করে চেনা। এরপর এদের হাত থেকে একশো হাত নয়; পারলে এক হাজার হাত দূরে থাকে।  

ইংরেজিতে একটা প্রবাদ আছে-  Man is known by the company he keeps. 

অর্থাৎ, আপনি কে এবং আপনার পরিচিতি আসলে নির্ধারিত হয় আপনার আশপাশের মানুষের দ্বারা।

আমিনুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক, অস্ট্রিয়া। (ফেসবুক থেকে)

news24bd.tv নাজিম