করোনা আক্রান্ত হয়ে ৩৭ দিন বয়সী শিশুর মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে ৩৭ দিন বয়সী শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

গ্রিসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ দিন বয়সী এক শিশু মারা গেছে। সে ছিলো দেশটির সর্বকনিষ্ঠ শিশু যার শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

৩৭ দিনের শিশুটি ১৭ দিন করোনার সঙ্গে লড়াই করেছে। কিন্তু শেষ পর্যন্ত সে মৃত্যুর কাছে হেরে গেছে।

এর আগে এত কম বয়সী কোনো শিশুর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস বলেন এই ঘটনা মেনে নেয়ার মতো নয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই শিশুটিকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে জ্বরে আক্রান্ত অবস্থায় এথেন্স চিলড্রেন হাসপাতালে ভর্তি করা হয়। এর পরদিনই তাকে ইন্টেন্সিভ কেয়ারে ভর্তি করা হয়।

গত রোববার তার মৃত্যু হয়েছে।


একসঙ্গে ইয়াবা সেবন ও ধর্ষণ শেষে তৃতীয় লিঙ্গের আলমগীরকে হত্যা

ছেলের স্ত্রী নিয়ে পালালো শ্বশুর!

লঞ্চে প্রবাসীর স্ত্রীকে যুবলীগ নেতার ধর্ষণ

কারাগার থেকে যেভাবে পালালো হত্যা মামলার আসামি


গ্রিসে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ৬ হাজার ৮শ জন। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস এক টুইট বার্তায় বলেন, ‘দুঃখজনক যে করোনা মহামারিতে আমাদের দেশের সর্বকনিষ্ঠ একজনের মৃত্যু হয়েছে। ’

গ্রিসে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৬ হাজার ২৮১ জন। এর মধ্যে মারা গেছে ৬ হাজার ৭৯৭ জন। ইতোমধ্যেই সেখানে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৭৬ হাজার ৭৮ জন। এছাড়া করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৩ হাজার ৪০৬।

news24bd.tv / নকিব