দুর্নাম ঘুঁচিয়ে ঘুরে দাঁড়ানোর পথে ঢাকা মোহামেডান লিমিটেড

Other

অতীতের দুর্নাম ঘুঁচিয়ে ঘুরে দাঁড়ানোর পথে ঢাকা মোহামেডান লিমিটেড। পরিচালনা পর্ষদের নির্বাচনের পর নতুন মোড়কে ঐতিহ্যবাহী ক্লাবটি। দীর্ঘদিনের শিরোপাক্ষরা কাটিয়ে ওঠাই নতুন কমিটির লক্ষ্য।  

বিভিন্ন ডিসিপ্লিনে সাফল্য ফিরিয়ে আনতে নির্বাহী কমিটির প্রথম বৈঠকেই নেয়া হবে মহাপরিকল্পনা।

আর্থিক স্বচ্ছলতা নিশ্চিতে স্থায়ী আয়ের পথ তৈরির পাশাপাশি থমকে থাকা স্থায়ী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের কাজও শুরু করার প্রতিশ্রুতি নবনির্বাচিত পরিচালকদের।  শতবর্ষের কাছাকাছি বয়সী মোহামেডানে প্রথমবারের মতো  নির্বাচন হয়েছে ৬ মার্চ।  

১৬ পরিচালক আর এক সভাপতির কার্যনির্বাহীপরিষদ গঠনের আগে ক্যাসিনোকাণ্ডের মতো লজ্জাজনক অতীতের ক্ষত বয়ে বেরিয়েছে ঐতিহ্যবাহী সাদাকালোরা।    

কলঙ্কের কালিমা সরিয়ে নতুন শুরুর ঘোষণা নির্বাচিত পরিচালকদের।

নির্বাহী কমিটির প্রথম বৈঠক থেকেই নেয়া হবে ক্লাব পুনর্গঠনে মহাপরিকল্পনা। দীর্ঘদীন শিরোপাহীন দলটি ট্রফি ঘরে তোলার মিশনে দেবে নজর।


একসঙ্গে ইয়াবা সেবন ও ধর্ষণ শেষে তৃতীয় লিঙ্গের আলমগীরকে হত্যা

ছেলের স্ত্রী নিয়ে পালালো শ্বশুর!

লঞ্চে প্রবাসীর স্ত্রীকে যুবলীগ নেতার ধর্ষণ

কারাগার থেকে যেভাবে পালালো হত্যা মামলার আসামি


নির্বাচিত পরিচালকরা সভাপতি অব. জেনারেল আব্দুল মুবিনের নেতুত্বে ক্লাবকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে নিচ্ছেন নানান পরিকল্পনা। তারই অংশ হিসেবে ক্লাবটিকে বহুতল ভবনে পরিণত করার পূর্ববর্তী ভাবনা আবারো নতুন করে শুরুর ইঙ্গিত পরিচালকদের।  

সেই সঙ্গে সাভারে ৭৫ বিঘা জয়গায় মোহামেডানের স্পোর্টস কমপ্লেক্স নির্বানের ব্যাপারেও কাজ এগিয়ে নিতে কাজ শুরুর ঘোষণা তাদের। ১৩ মার্চ শনিবার নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেবে অন্তর্বর্তীকালীন কমিটি।

news24bd.tv নাজিম