রংপুরে স্কুলছাত্রী গণধর্ষণ: অভিযোগপত্র জমা দিলো পিবিআই

নিজস্ব প্রতিবেদক

রংপুরের হারাগাছে ছাত্রী গণধর্ষণ ঘটনায় প্রধান অভিযুক্ত মেট্রোপলিটন ডিবি পুলিশের এএসআই রাহেনুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র জমা দিয়েছে পিবিআই।

মঙ্গলবার দুপুরে আদালতে ৩২৩ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেন পিবিআই রংপুরের এসপি এবিএম জাকির হোসেন। পরে তিনি জানান, স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় এএসআই রাহেনুল ইসলাম, সহযোগি সুমাইয়া পারভীন মেঘলা, সম্পা,  আবুল কালাম আজাদ ও বাবুল হোসেনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগ এনে অভিযোগপত্র দেয়া হয়েছে।   

গেল ২৫ অক্টোবর  হারাগাছ থানার ক্যাদারের পুল এলাকায় একটি বাড়িতে নবম শ্রেণির ওই  ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে এএসআই রায়হানুল ইসলামের বিরুদ্ধে।


হাইকোর্টে ১০ বছরের সাজা বহাল হাজি সেলিমের

মামুনুলকে দাওয়াত দিলেন নিক্সন, বললেন বাড়িতে এলে ধন্য হবো

করোনায় দেশে আরও ১৩ জনের মৃত্যু

ভাড়া দিতে না পারায় বাকপ্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলে দেওয়া হয়: র‌্যাব


এ ঘটনায় ২৬ অক্টোবর ওই ছাত্রীর পিতা বাদী হয়ে হারাগাছ থানায় ৪ জনের নাম উল্লেখসহ  ১০ জনের নামে ধর্ষণ মামলা করেন। পরে ২৮ অক্টোবর  রাতে রংপুর পুলিশ লাইন থেকে এএসআই রাহেনুলকে গ্রেপ্তার করে পিবিআই। বর্তমানে কারাগারে রয়েছে ৫ আসামি।

news24bd.tv নাজিম