হিজড়াদের সুখ দুঃখের আখ্যান নিয়েই মঞ্চনাট্য 'শিখন্ডী কথা'

হিজড়াদের সুখ দুঃখের আখ্যান নিয়েই মঞ্চনাট্য 'শিখন্ডী কথা'

Other

লিঙ্গ বৈষম্যের সবচেয়ে বড় শিকার সমাজের তৃতীয় লিঙ্গের মানুষেরা। জন্মের পর থেকে মৃত্যু অবধি, যারা নানাভাবে বঞ্চিত আর অবহেলিত। সমাজের এসব হিজড়াদের সুখ দুঃখের আখ্যান নিয়েই মঞ্চনাট্য 'শিখন্ডী কথা'।  

হিজড়া বা বৃহন্নলা।

যারা তৃতীয় লিঙ্গ নামে পরিচিত এবং রাষ্ট্রীয়ভাবেও স্বীকৃত। তবুও পারিবারিক বন্ধন এবং সামাজিক সম্মান থেকে প্রতিনিয়ত বঞ্চিত এবং অবহেলিত তারা।  


মোংলা বন্দরে কমছে গাড়ি আমদানি, বাড়ছে রাজস্ব

মাদারীপুরে দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে ৩ লাখ টাকা

পুলিশ সুপার পদমর্যাদার ছয়জনকে পদায়ন

বাড়ির আধা কি.মি. দূরে বাঁশঝাড়ে ছাত্রের মরদেহ


জন্মের এক ভীষন যন্ত্রণা, সহস্রমুখো দানবের মতো জীবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, তাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায় মৃত্যুঅবধি। সমাজের এসব হিজড়াদের সুখ দুঃখের আখ্যান নিয়েই মঞ্চনাটক 'শিখন্ডী কথা'।

স্বাভাবিক মানুষের মতো সম্মান যেনো তৃতীয় লিঙ্গও পায়, এ অভিপ্রায়ে নাটকটি প্রযোজনা করেছে মহাকাল নাট্য সম্প্রদায়।   

২০০২ সালের সেপ্টেম্বরে, গবেষণা নাট্য হিসাবে মঞ্চে উপস্থাপতি হয় শিখন্ডী কথা।

news24bd.আয়শা