বিদেশে ড্রোন হামলার বিষয়ে নতুন আইন করল বাইডেন প্রশাসন

বিদেশে ড্রোন হামলার বিষয়ে নতুন আইন করল বাইডেন প্রশাসন

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ড্রোন হামলা চালানোর ব্যাপারে নতুন আইন করে দিয়েছেন। বিদেশে হামলা চালানোর ব্যাপারে কোন আইনের ভিত্তিতে এবং কিভাবে ড্রোন হামলা চালাবে গোয়েন্দা সংস্থা ও মার্কিন বাহিনী সে ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এই আইনের আওতায় থেকেই মার্কিন কমান্ডোরা পরিচালিত হবে।  

এ আইন তৈরির মাধ্যমে মূলত ড্রোন হামলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ আইন বাতিল করেছিলেন।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, নতুন আইন অভ্যন্তরীণ দিকনির্দেশনা দেবে যার মাধ্যমে ড্রোন হামলার ওপর প্রেসিডেন্ট জো বাইডেনের সম্পূর্ণ নজরদারি থাকবে। নতুন আইন জাতীয় নিরাপত্তা পরিষদ পর্যালোচনা করে দেখবে বলেও জন কিরবি জানান।  


মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস আচরণ, হাঁটু মুড়ে সন্ন্যাসিনীর আবেদন

সারাদেশে নিয়োগ দেবে ইবনে সিনা ট্রাস্ট

কাকে উদ্দেশ্য করে তাহসানের ৫ শব্দের এমন স্ট্যাটাস

জিতেও বিদায় নিতে হলো রোনালদোর জুভেন্টাসকে


তিনি বলেন, নতুন আইনের মূল লক্ষ্য হচ্ছে বিদেশে বিশেষ করে ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে কখন কীভাবে ড্রোন হামলা চালানো হচ্ছে তা দেখভাল করা।

নতুন আইন এ বিষয়ে একটি নীতিগত কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন।

গেল সপ্তাহেই নিউইয়র্ক টাইমস খবর দিয়েছেল যে বাইডেন গোপনে ড্রোন হামলা নিয়ন্ত্রন করার আইন করড়ছে। অবশেষে সে কথাই সত্যি হল।  

news24bd.আয়শা