ইরানের ওপর আরও মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ওপর আরও মার্কিন নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মতো ইরানের ওপর আরও মার্কিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইরানের রেভ্যুলেশনারি গার্ডের(আইআরজিসি) দুই কর্মকর্তার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

দেশটির রাজনীতিক ও আন্দোলনকারীদের মানবাধিকার হরণের দায়ে এই নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হচ্ছে তাদের। খবর আল জাজিরার।

মার্কিন পররাষ্ট্র মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের ওপর আরোপিত এ নিষেধাজ্ঞার কথা জানায়। এতে বলা হয়, আইআরজিসি কর্মকর্তা আলী হেম্মাতিয়ান এবং মাসুদ সাফদারি জিজ্ঞাসাবাদের নামে ২০১৯ ও ২০২০ সালে ইরানের রাজনীতিক ও আন্দোলনকারীদের নির্যাতন করেছেন। এ কারণে তারা এবং তাদের পরিবারের কোনো সদস্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।


আরও পড়ুন


মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস আচরণ, হাঁটু মুড়ে সন্ন্যাসিনীর আবেদন

সারাদেশে নিয়োগ দেবে ইবনে সিনা ট্রাস্ট

কাকে উদ্দেশ্য করে তাহসানের ৫ শব্দের এমন স্ট্যাটাস

জিতেও বিদায় নিতে হলো রোনালদোর জুভেন্টাসকে


এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিংকেন এক টুইটবার্তায় বলেন, মানবাধিকার লঙ্ঘনকারীদের ব্যাপারে আমাদের এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

news24bd.tv / নকিব