বাংলাদেশের মেধাবীরা সবকিছু করতে পারে: সালমান এফ রহমান

বাংলাদেশের মেধাবীরা সবকিছু করতে পারে: সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক

 

সুযোগ পেলে বাংলাদেশের মেধাবীরা সব কিছু করতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।  

রাজধানীর আগারগাঁওয়ে ক্রিয়েটিভ মিডিয়া ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

এসময় তিনি বলেন, তরুণদের মেধা রয়েছে তবে সুযোগ কম, তাদেরকে ভালো প্লাটফর্ম এ সুযোগ দিতে চেষ্টা করছে সরকার। তবে এজন্য দক্ষতা বাড়ানোর কোন বিকল্প নেই বলেও মত দেন তিনি।

 


কোম্পানীগঞ্জের ঘটনায় কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না: কাদের

দুর্নীতি নিশ্চিহ্ন করতে সর্বোচ্চ পদক্ষেপ নেবো: দুদকের নতুন চেয়ারম্যান

আদালতে নির্যাতনের বর্ণনা দিলেন কার্টুনিস্ট কিশোর

নির্যাতনের অভিযোগে মামলার আবেদন কার্টুনিস্ট কিশোরের


এসময় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, মেধা ও প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলেই দেশের উন্নয়ন সম্ভব।

news24bd.tv নাজিম