সম্পর্কের মূল্য কি টাকা দিয়ে নির্ধারণ করা যায়?

সম্পর্কের মূল্য কি টাকা দিয়ে নির্ধারণ করা যায়?

Other

জাতি তো জানেই মনে হয় যে, আমি আর আমার জামাই দোকা দোকা বিয়ে করেছিলাম 

আমার বিয়ের সময় যখন কাজী সাহেব জিজ্ঞেস করলেন 
- দেনমোহর কত ধার্য করা হবে? 
বলেছিলাম 
- আমি কোন দেনমোহর চাইনা।  
শুনে কাজী সাহেব উত্তেজিত হয়ে বললেন 
- দেনমোহর ছাড়া বিয়ে হবে না।  
আমি বললাম 
- তাহলে দেনমোহর ২০ হাজার টাকা লেখেন 
সম্ভবত দেনমোহরের এমাউন্ট উপর কাজী সাহেবরা একটা কমিশন নেন। দেনমোহর কম হলে তাদের লস।

 
উনি এইবার রাগ হয়ে বললেন 
- ২০ হাজার টাকা দেনমোহরে আজকাল রিক্সাওয়ালারা বিয়ে করে। এক লাখের কমে হবে না আপনার বিয়ে।  
অগত্যা বললাম 
- আচ্ছা দেন এক লাখ।  
আমি সেদিনও ভেবেছিলাম এখনও ভাবি, 
যে মানুষ আমার সবচেয়ে আপন, যে আমার সন্তানদের পিতা, তার আমার মাঝখানে পাঁচ দশ টাকায় দেনমোহরে কি নির্ধারণ হবে ? আমাদের সম্পর্কের মূল্য কি এত কম যে টাকা দিয়ে নির্ধারণ করা যায় ? 
যদি আমি আজীবন তার সাথে থাকি তাহলে তো থাকলামই।
 
আর যদি না থাকি, তাহলে তার কাছ ওই দেনমোহরের পাঁচ দশ লাখ টাকা না থাকলে আমি না খেয়ে মরব? 
যদি মরিও তবু সেই মানুষের টাকা আমি চাই না। আমি চাই না যে লোকের সাথে আমার কোন সম্পর্কই নাই সে আমার ভরণপোষণ দিক।  
আমি যদি একা থাকার মত শক্ত সিদ্ধান্ত নিতে পারি তাহলে নিজের দায়িত্বও নিজে নিতে পারব।  
আমার কাছে জামাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ। এর সাথে কোন হিসাবের সম্পর্ক নাই।  
সে সব চেয়ে আপন। To some extent পিতামাতার চেয়েও বেশী।  
যে দাম্পত্যের সাথে অর্থনীতি গুলিয়ে ফেলেছে সে হতভাগা।  
সে স্বামী স্ত্রীর সম্পর্কের সৌন্দর্যই বুঝে নাই


মমতার মাথায়, কপালে এবং পায়ে চোট, আনা হচ্ছে কলকাতায়

হবু শ্বশুরকে আউট করে লজ্জায় পড়ে গেলেন শাহীন আফ্রিদি (ভিডিও)!

সেই বাস চালক- হেলপার রিমান্ডে

সরকারি চাকরিজীবিরা আরও ছাড় পাচ্ছেন!


news24bd.tv / কামরুল