মমতার নামে নেই কোন বাড়ি, নেই গাড়িও
হলফনামায় স্থাবর সম্পত্তির তথ্য

মমতার নামে নেই কোন বাড়ি, নেই গাড়িও

অনলাইন ডেস্ক

বুধবার নন্দীগ্রামের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিল হলফনামায় দেয়া তার সম্পত্তির পরিমান।

জানা যায়, এই তৃণমূল নেত্রীর কাছে নগদ টাকা পরিমান এক লাখের কম। তার নামে কোনও স্থাবর সম্পতি নেই,  নেই বাড়িও।

এমনকি একটি গাড়িও নেই। খবর আনন্দবাজারের।

হলফনামা থেকে জানা যায়, ২০১৯-২০ আর্থিক বছরে মমতার বার্ষিক আয় ছিল ১০ লক্ষ ৩৪ হাজার ৩৭০ টাকা। ২০১৮-১৯ আর্থিক বছরে তাঁর বার্ষিক আয় ছিল ২০ লক্ষ ৭১ হাজার ১০ টাকা।

তারও আগের তিনটি আর্থিক বছরের আয়ের হিসাবও দেওয়া রয়েছে ওই হলফনামায়। তবে তার মধ্যে সর্বোচ্চ আয় ২০১৮-১৯ অর্থবর্ষেই।


সিমপ্যাথি আদায়ের চেষ্টায় নাটক করছে মমতা: বিজেপি

মমতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন, রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

মমতার মাথায়, কপালে এবং পায়ে চোট, আনা হচ্ছে কলকাতায়

হবু শ্বশুরকে আউট করে লজ্জায় পড়ে গেলেন শাহীন আফ্রিদি (ভিডিও)!


বর্তমানে মমতার হাতে নগদ রয়েছে ৬৯ হাজার ২৫৫ টাকা রয়েছে বলে তিনি হলফনাময় উল্লেখ করেছেন। কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট এবং ন্যাশনাল সেভিং সার্টিফিকেট ধরে তাঁর অস্থাবর সম্পত্তি রয়েছে ১৬ লক্ষ ৭২ হাজার ৩৫২ টাকা ৭১ পয়সা। ওই অস্থাবর সম্পত্তির মধ্যেই রয়েছে কিছু অলঙ্কার, যার পরিমাণ ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম। তাঁর নামে কোনও গাড়িও নেই। নেই চাষযোগ্য জমি অথবা বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য কোনও স্থান। পৈতৃক সূত্রে তিনি কোনও সম্পত্তির অধিকারীও নন। ব্যাংক বা অন্য কোনও প্রতিষ্ঠানে তাঁর ঋণের বোঝাও নেই।

news24bd.tv / কামরুল 

এই রকম আরও টপিক