সাংবাদিকদের দিকে হ্যান্ড স্যানিটাইজার ছিটিয়ে দিলেন থাই প্রধানমন্ত্রী (ভিডিও)

সাংবাদিকদের দিকে হ্যান্ড স্যানিটাইজার ছিটিয়ে দিলেন থাই প্রধানমন্ত্রী (ভিডিও)

অনলাইন ডেস্ক

সংবাদ সম্মেলনে অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়ে সাংবাদিকদের দিকে হ্যান্ড স্যানিটাইজার ছিটিয়ে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। প্রধানমন্ত্রীর এ আচরণে প্রথমে স্তম্ভিত হলেও পরে মজা পান সাংবাদিকরা।

সাত বছর আগে সরকারবিরোধী বিক্ষোভের সময় বিদ্রোহ করায় তার মন্ত্রিসভার তিন মন্ত্রীকে গত সপ্তাহে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার ঐ শূন্য পদের সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকার বিষয়ে প্রশ্ন করা হলে প্রায়ুথ অস্বস্তিতে পড়েন।

বিব্রতকর প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্যই প্রায়ুথ এমনটি করেছেন বলে ধারণা করা হচ্ছে।

মঞ্চে মাইক্রোফোনের সামনে দাঁড়ানো প্রধানমন্ত্রী বলেন, ‘জিজ্ঞেস করার মতো আর কিছু আছে?’ এরপর ঐ তালিকার বিষয়ে তিনি বলেন, ‘আমি জানি না, আমি এটি দেখিনি। এটা কি এমন কিছু নয়, যা প্রধানমন্ত্রীরই প্রথম জানা উচিত?’


আরও পড়ুন:


দেশের ৬ বিভাগসহ বেশ কিছু এলাকায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

উষ্ণতা ছড়িয়ে আমির খান-এলি আব্রামের রোমান্স (ভিডিও)

আজ পবিত্র শবে মিরাজ

যাদু দেখাতে পারলো না মেসি, শেষ ষোলো থেকেই বার্সার বিদায়


এরপর প্রায়ুথ পোডিয়াম থেকে একটি ছোট হ্যান্ড স্যানিটাইজারের বোতল নিয়ে ধীরে সুস্থে হেঁটে সামনে বসা সাংবাদিকদের সারির কাছে যান, তারপর একে একে সবার সামনে স্যানিটাইজার স্প্রে করে দেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

news24bd.tv / নকিব