প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ, অতিরিক্ত পুলিশ মোতায়েন

প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ, অতিরিক্ত পুলিশ মোতায়েন

অনলাইন ডেস্ক

নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার ও তার খেতাব বাতিলের ষড়যন্ত্র, সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিন এবং লেখক মুশতাক আহমেদের হত্যার প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইর বাতিলের দাবিতে রাজধানীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই প্রতিবাদ সমাবেশ শুরু হয়।

এদিন সকাল থেকেই প্রেসক্লাব এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে সচিবালয় মোড়, কদম ফোয়ারা মোড়, পুরানো পল্টন মোড়, মৎস্য ভবন মোড়সহ প্রায় প্রতিটি মোড়েই চেকপোস্ট বসানো হয়েছে।

এ সময় অনেককেই তল্লাশি করতে দেখা গেছে। এতো বাধা-বিপত্তির কারণে বিএনপি ও এর অঙ্গসংগঠন অনেক নেতা কর্মী সমাবেশে আসতে পারেনি বলে অভিযোগ করেছে দলটির নেতারা।

আরও পড়ুন


অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলায় শাশুড়িকে হত্যা করল পুত্রবধূ

মমতাকে থাকতে হবে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে, বাম পায়ের চোট গুরুতর

নিয়োগ দেবে শিল্প মন্ত্রণালয়

দেশের ৬ বিভাগসহ বেশ কিছু এলাকায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস


তবে পূর্ব ঘোষিত প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সকাল সাড়ে ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে এই সমাবেশ শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

news24bd.tv আহমেদ