রাজধানীতে মঞ্চ মাতাবেন গুরু জেমস

রাজধানীতে মঞ্চ মাতাবেন গুরু জেমস

অনলাইন ডেস্ক

করোনার কারণে জনসমাগম নিষিদ্ধ হওয়ায় দীর্ঘ দিন কনসার্টের বাইরে নগরবাউল জেমস। সম্প্রতি দু-একটি শোতে অংশ নিচ্ছেন গুরু জেমস।

শুক্রবার (১২ মার্চ) নগরীর মিরপুর-১৪ নম্বর পিএসসি কনভেনশন হলে গান গাইবেন সবার প্রিয় এই শিল্পী। এসব তথ্য নিশ্চিত করেছেন শিল্পীর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

২০০১ সালে যারা এসএসসি পাশ করেছেন, চলতি বছর তারা স্কুলের গণ্ডি পেরুনোর ২০ বছর অতিক্রম করছেন। বিষয়টিকে সম্মিলিতভাবে উদযাপন করার জন্য বিশেষ উৎসবের উদ্যোগে নিয়েছে ‘ক্লাসরুম’ নামে বন্ধু সংগঠন। তাদের ডাকে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে পারফর্ম করবেন জেমস।

আরও পড়ুন


প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন

হাসপাতাল চত্বরে রেলিং ও গাছে উঠে মমতার কর্মীদের বিজেপি বিরোধী স্লোগান

প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ, অতিরিক্ত পুলিশ মোতায়েন

অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলায় শাশুড়িকে হত্যা করল পুত্রবধূ


আয়োজকদের একজন বলেন, সবার প্রিয় নগরবাউল জেমস, যার গান শুনে উন্মাতাল হয়েছি আমরা।

সেই গুরু আসছেন গানে গানে মাতাতে। আসলে, সব বন্ধুকে একত্রিত করতেই আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে মাতামাতি আর হারিয়ে যেতে চাই সোনালি অতীতে।

এই আসরে নগরবাউল জেমস ছাড়াও গান পরিবেশন করবেন ডিজে রাহাত, বাপ কা বেটা শুভাশিষ-ঋতুরাজসহ ব্যাচের কণ্ঠশিল্পীরা।

news24bd.tv আহমেদ