বৈঠক নয়, দেখা করতে এসেছিলেন হেফাজত নেতারা: স্বরাষ্ট্রমন্ত্রী
মাদ্রাসার শিশু শিক্ষার্থী পেটানো সেই শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা, জানতে চায় হাইকোট
অনলাইন ডেস্ক
হাটহাজারীতে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেধড়ক মারধরের ঘটনায় সেই শিক্ষক ইয়াহহিয়া খানের বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। এই বিষয়ে আগামী ১৪ মার্চের মধ্যে সব তথ্য জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।
মারধরের বিষয়টি বৃহস্পতিবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার নজরে আনলে বিচারপতি এফআরএম নাজমুল ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের যুগ্ম-বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
সেজে আছে পঙ্গু,পায়ের ব্যান্ডেজে মিলল ফেনসিডিল
সারাদেশে নিয়োগ দেবে ইবনে সিনা ট্রাস্ট
কাকে উদ্দেশ্য করে তাহসানের ৫ শব্দের এমন স্ট্যাটাস
জিতেও বিদায় নিতে হলো রোনালদোর জুভেন্টাসকে
এ বিষয়ে মাহমুদ বাশার গণমাধ্যমকে বলেন, মাওলানা ইয়াহিয়ার বিরুদ্ধে কোনো মামলা, তাকে গ্রেপ্তার কিংবা চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কিনা, তা হাইকোর্ট চট্টগ্রামের স্থানীয় প্রশাসনের কাছে জানতে চেয়েছেন।
মামলা প্রত্যাহার করতে মারধরের শিকার ওই শিশুটির বাবা-মাকে জোর করা হয়েছে কিনা এবং তার পরিবারকে পুলিশি সুরক্ষা দেওয়া হয়েছে কিনা তাও জানতে চেয়েছেন হাইকোট।
news24bd.tv / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য