সু চির বিরুদ্ধে সোনা আত্মসাৎ ও ঘুষ নেওয়ার অভিযোগ

সু চির বিরুদ্ধে সোনা আত্মসাৎ ও ঘুষ নেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক

সরকারে থাকাকালে ছয় লাখ ডলার ঘুষ নেওয়ার পাশাপাশি সোনা আত্মসাতের অভিযোগ উঠেছে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে। তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছে মিয়ানমারের বর্তমান সামরিক সরকার।

এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অনেক ব্যক্তিকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে সামরিক সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন টুন জানিয়েছেন।

তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টসহ আরো কয়েকজন কেবিনেট সদস্যও এই দুর্নীতিতে জড়িত রয়েছেন। এ ছাড়া প্রেসিডেন্ট এ অনিয়মের বিরুদ্ধে দেওয়া সেনাবাহিনীর রিপোর্টের ভিত্তিতে কোনো রকম ব্যবস্থা না নেওয়ার জন্যও নির্বাচন কমিশনকে চাপ দেওয়া হয়।


আরও পড়ুনঃ


হাসপাতাল চত্বরে রেলিং ও গাছে উঠে মমতার কর্মীদের বিজেপি বিরোধী স্লোগান

প্রিয়াঙ্কাকে জীবনসঙ্গী করার গোপন রহস্য জানালেন নিক

নুসরাতের বুকে নতুন ট্যাটু, কী লেখা আছে জানতে ব্যাকুল ভক্তরা


উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর সরকারের বিরুদ্ধে যতগুলো অভিযোগ তোলা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, তার মধ্যে এটাই সবচেয়ে বড় অভিযোগ।

উৎখাতের পর থেকে সু চি ও অন্য প্রভাবশালী রাজনীতিবিদদের গৃহবন্দি করে রাখা হয়েছে।

news24bd.tv / নকিব