২৭ বছর পরেও কবরের মিলল অক্ষত মরদেহ!

২৭ বছর পরেও কবরের মিলল অক্ষত মরদেহ!

অনলাইন ডেস্ক

করিম মণ্ডলকে কবর দেওয়ার ২৭ বছর পর মিললো অক্ষত লাশ।   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে মর্দানা গ্রামের একটি মাদ্রাসার ঘর নির্মাণের জন্য খোড়াখুড়ি করার সময় একটি কবরের সন্ধান পায় নির্মাণ শ্রমিকরা। এ সময় ওই কবর থেকে একজনের অক্ষত মরদেহ উদ্ধার করে তারা।

মৃতের স্বজনরা জানান, মর্দানা গ্রামের এমাজ উদ্দিন মণ্ডলের ছেলে করিম মণ্ডল প্রায় ২৭ বছর আগে মার যান।

তাকে বাড়ির পেছনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দীর্ঘ ২৭ বছর পর কবরস্থানের পাশে মাদ্রাসার ঘর নির্মাণের জন্য মাটি খোঁড়াখুঁড়ি শুরু হয়। এক পর্যায়ে খোঁড়ার সময় করিম মণ্ডলের অক্ষত মরদেহ দেখতে পাওয়া যায়।


অভাব দুর হবে, বাড়বে ধন-সম্পদ যে আমলে

সংবাদ উপস্থাপনায় ও নাটকে রূপান্তরিত দুই নারী

করোনার ভ্যাকসিন গ্রহণে বাধা নেই ইসলামে

কমেন্টের কারণ নিয়ে যা বললেন কবীর চৌধুরী তন্ময়


মৃত করিম মণ্ডলের ছেলে মেন্টু মণ্ডল (৪০) মরদেহটি শনাক্ত করে জানান, প্রায় ২৭ বছর আগে তার বাবার স্বাভাবিক মৃত্যু হলে ওই স্থানে দাফন করা হয়।

মরদেহের শরীরের কোনো পরিবর্তন হয়নি। এমনকি কাফনের কাপড়েরও কোনো পরিবর্তন ঘটেনি।

তিনি আরো জানান, তার বাবা ইসলামিক নিয়ম মেনে চলতেন।

news24bd.tv/আলী