নির্বাচনমুখি জোট করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ

Other

দ্বাদশ সংসদ নির্বাচনে চমক দেখাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এমনটা জানিয়ে দলটির দুই শীর্ষ নেতা বলেছেন, সেই লক্ষ্যে দলকে ঢেলে সাজাচ্ছেন তারা। নির্বাচনের আগে তিন ইস্যুতে অন্য দলের সঙ্গে ঐক্যমত হলে জোট করার পরিকল্পনা করছেন তারা।   

বছরজুড়ে নির্বাচন, রাজনীতি আর ধর্মীয় ইস্যুতে ব্যস্ত সময় পার করেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সাম্প্রতিক সময়ে ভার্স্কয নিয়ে বিতর্কিত অবস্থানে সমালোচিত হয়েছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর ফয়জুল করীম। সমালোচনাকে পাশ কাটিয়ে দলটির এখন পুরো মনোযোগ শক্তিশালী সংগঠন গঠন আর ভোটের মাঠে হাত পাখার পক্ষে সর্বোচ্চ ভোট টানায়। ইসলামী আন্দোলনের আমীর রেজাউল করীম আর নায়েবে আমীর ফয়জুল।


সাভারে শ্রমিকের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ-গাড়ি ভাঙচুর

কুমিল্লায় যাত্রীবাহী বাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ২ জনের মৃত্যু

এবার বিএনপির নেতা পেটালেন ছাত্রলীগ নেতাকে

সাদা পোশাকে তুলে নেয়া মিজানকে গ্রেপ্তার দেখাল পুলিশ


করীম জানান, ন্যায় ভিত্তিক সমাজ আর ইসলামী শাসন প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।

ধর্মীয় ইস্যুতে কাউকে ছাড় দেয়া হবে না জানিয়ে দুই নেতা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জোট গঠনের পরিকল্পনা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ইসলামী আন্দোলনের তৃনমূল্ শক্তিশালী করার অংশ বলেও জানান তারা।

news24bd.tv / কামরুল