ঠাকুরগাঁওয়ে ফের পুরোদমে চালু হতে যাচ্ছে বন্ধ রেশম কারখানা

Other

ঠাকুরগাঁওয়ের বন্ধ রেশম কারখানাটি ফের পুরোদমে চালু হতে যাচ্ছে। এখন শুধু অপেক্ষা উদ্বোধনের। পরীক্ষামূলকভাবে সুতা থেকে রেশমবস্ত্র উৎপাদন শুরু করেছে কর্তৃপক্ষ। এতে কারখানার ভেতরে শ্রমিকের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ।

দীর্ঘ ১৮ বছর পর এ কারখানা চালুর খররে খুশী স্থানীয়রা।  

২০টি পাওয়ার রুম সংস্কারের মাধ্যমে গোবিন্দনগড়ে চালু হতে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের রেশম কারখানা। গেল কয়েকদিন ধরে পরীক্ষামূলকভাবে সুতা থেকে রেশমবস্ত্র উৎপাদন শুরু করেছে। মেশিনগুলোর খুটখাট শব্দে যেন নতুন রূপ ফিরে পেয়েছে এ কারখানা।

সুতা উৎপাদনের কাঁচামালের জন্য কারখানার ভেতর ও বাইরে বাড়তি যত্ন নেয়া হচ্ছে তুত গাছের।

এ কারখানা চালু খবরে খুশীর জোয়ারে ভাসছে স্থানীয়রা।


সাভারে শ্রমিকের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ-গাড়ি ভাঙচুর

কুমিল্লায় যাত্রীবাহী বাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ২ জনের মৃত্যু

এবার বিএনপির নেতা পেটালেন ছাত্রলীগ নেতাকে

সাদা পোশাকে তুলে নেয়া মিজানকে গ্রেপ্তার দেখাল পুলিশ


সংশ্লিস্টরা জানান, এ কারখানায় অতীতে যেসব শ্রমিকরা ছিলেন তাদের নেয়া হবে। একই সাথে নতুনদেরও নিয়োগ দেয়া হবে । দ্রতই কারখানাটি চালু করা হবে বলে জানালেন জেলা প্রশাসক ।

১৯৭৪-৭৫ সালে আরডিআরএস বাংলাদেশ এর উদ্যোগে স্থাপিত হয় রেশম কারখানাটি। ১৯৮১ সালে তা সরকারিকরণ করার পর ২০০২ সালে তৎকালিন সরকার লোকসানের অযুহাতে বন্ধ ঘোষনা করে এ কারখানা।

news24bd.tv / কামরুল