করোনায় মারা গেলেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন খসরু এবং বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি
বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা : নিরাপত্তায় দুই চৌকিদার
অনলাইন ডেস্ক
রাজশাহীর বাঘায় প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশনরত প্রেমিকার নিরাপত্তায় দুজন চৌকিদার নিয়োগ দেয়া হয়েছে। উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের ওই প্রেমিকের বাড়িতে বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম এই চৌকিদার নিয়োগ করে।
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, অনশন করা ওই কলেজ ছাত্রীকে পাহারা দেওয়ার জন্য দুজন চৌকিদার নিয়োগ করা হয়েছে। এই মেয়ের সাথে প্রেম সংক্রাণ্ত বিষয়ে ছেলে ও তার পরিবারে সাথে যোগাযোগ করা হচ্ছে।
জানা গেছে, রাজশাহীর বাঘায় বুধবার বিকাল ৪টার দিকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই কলেজ ছাত্রী। এ বিষয়ে মেয়ের বাবা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করলেও এখনো কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। বিয়ের দাবিতে অনশন শুরু করার পর প্রেমিক আবদুল্লার বাড়ির সবাই ঘরের দরজা তালাবন্ধ করে পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র চলে গেছে বলে অভিযোগ ওই কলেজছাত্রীর।
অর্থ আত্মসাৎও ব্ল্যাকমেইলের মামলায় গ্রেপ্তার অভিনেত্রী স্বর্ণা
এ দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায় : সারোয়ার আলম
অনশনরত কলেজ ছাত্রী জানান, বিয়ে না করা পর্যন্ত এই বাড়ি থেকে যাবো না, প্রয়োজনে আত্মহত্যা করবে।
তিনি আরও বলেন, ৬ মাস আগে গৌরাঙ্গপুর গ্রামের সাজদার রহমানের ছেলে সেনা সদস্য আবদুল্লার সাথে প্রেমের সম্পর্ক হয় তার। এই সম্পর্কের কারণে তার সাথে বেশ কয়েকবার দেখা-সাক্ষাত হয়েছে। কিন্তু আবদুল্লাহ আমাকে কিছু না জানিয়ে শুক্রবার (১২ মার্চ) অন্যত্র বিয়ে করার জন্য দিনক্ষণ ঠিক করেছে। এই বিয়ের দিন ঠিক হওয়ার খবর জানতে পেরে আবদুল্লার বাড়িতে এসে অনশন শুরু করেছি। এ সময় প্রেমিকা তার হাতে ব্লেড দিয়ে কেটে আবদুল্লার নাম লেখা দেখান।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
news24bd.tv/আলী
পরবর্তী খবর
মন্তব্য