এখন রাজনীতি করার পরিবেশ নেই

এখন রাজনীতি করার পরিবেশ নেই

Other

ইসলামী আদর্শ দেশের তৃণমূলে পৌঁছে দিতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন বিশদলীয় জোট অর্ন্তভুক্ত ইসলামী দলগুলো। বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে ২০৩০ মধ্যে সংগঠন শক্তিশালী করার পরিকল্পনা তাদের। খেলাফত মজলিশ ও জমিয়তে উলামায়ের নেতারা বলছেন, দেশে বর্তমানে রাজনীতি করার কোন পরিবেশ নেই।  

বরাবরই বাংলাদেশের রাজনীতিতে ইসলামী দলগুলোর কদর বেশি।

ভোটের আগে সেই গুরুত্ব বাড়ে আরও কয়েকগুণ। বিএনপি কিংবা আওয়ামী লীগ বড় দুই দলই ভোটের হিসাব বা কৌশলগত কারণে ইসলামী দলগুলোক পাশে রাখতে চায়। কিন্তু ইসলামী দলগুলোর ভাবনায় এবার ক্ষমতার মসনদে বসা। আর সেই লক্ষ্যে র্দীঘ মেয়াদে পরিকল্পনা নিয়ে দল ঢেলে সাজাচ্ছেন খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম।

খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের জানান, অভ্যন্তরীণ কর্মকান্ডগুলো আমাদের বেশি চলছে। আর বাইরের কর্মকান্ডগুলো সল্প পরিসরে চালানোর চেষ্টা চলছে। তবে আগামি ২০ বছরের মধ্যে ক্ষমতায় আসার পরিকল্পনার কথা বলছেন তিনি।

আরও পড়ুন


দেশে এখন সবাই আওয়ামী লীগ: নানক

কৌশল পাল্টাচ্ছে মাদক চোরাকারবারীরা

‘স্বপ্নে’ নাকি আম পেয়েছে, তাই দেখতে আমজনতার ঢল

বিশ্বনবীর (সা.) আদর্শে অনুপ্রাণিত হয়ে ইরানে ইসলামিক বিপ্লব হয়: আয়াতুল্লাহ খামেনি


আর জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমী বলছেন, আগের মতো মিটিং মিছিল বা ইনডোর অনুষ্ঠানও চালালো কঠিন হচ্ছে। যে কোন কর্মকান্ড চালাতে গেলেই বাধার সম্মুক্ষিণ হতে হচ্ছে বলেও জানান তিনি।

গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা পরিবর্তনের দাবি জানিয়ে হেফাজতে ইসলামের সাথে সম্পৃক্ত নেতারা বলেন,  ক্ষমতায় এলে ইসলাম ভিত্তিক সমাজ গঠনে পদক্ষেপ নেবে তারা।  

আহমদ আবদুল কাদের আরও বলেন, সাম্যতা ফিরাতে হবে। প্রতিটি দল যেন কথা বলতে পারে। স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালাতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

এসময়ে ২০ দলীয় জোট নিয়ে অসন্তুষ্টির কথা জানান তারা।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর