জীবনের প্রথম গাড়ি ছিলো বিএমডব্লিউ

জীবনের প্রথম গাড়ি ছিলো বিএমডব্লিউ

অনলাইন ডেস্ক

আমার কখনো একটা সাইকেল ছিলো না। সমস্ত কৈশোর, একটা সাইকেলের জন‍্য কেঁদেছে। অন‍্যের সাইকেল পেলেই একটু ধরতাম। চালাতাম।

এই করেই শেখা। কতো কথা শুনতে হতো—অন‍্যের সাইকেল ধরেছি বলে!

অপ্রাপ্তির কৈশোর কেটে গেলে, বুঝতে শিখেছিলাম, সবাই সবকিছু চাইতে পারে না। শুধু পারে স্বপ্ন বুনতে। স্বপ্ন আগলে রাখতে।

এভাবে একসময় অন‍্যের বাইক দিয়ে চালানো শিখেছিলাম। শেখার নেশাটাই ছিলো যা! আর যে কোন যোগ‍্যতা ছিলো না।

তারপর একদিন গাড়ি চালানো শিখতে গেলাম। গাড়ি কেনার স্বপ্ন তো ছিলো দুঃস্বপ্ন। আকাশ কুসুম স্বপ্ন! আশপাশের অনেকেই স্মরণ করিয়ে দিয়েছিলো যেনো আকাশ কুসুম স্বপ্ন না দেখি। —তাই তো!

news24bd.tv

জীবনের প্রথম গাড়ি ছিলো BMW! পুরানো গাড়ি। তখন অভিজ্ঞতাও কম! আব্বা-আম্মা যখন আমেরিকায় আসলো, তাদেরকে নিয়ে গিয়ে নতুন গাড়ি কিনলাম—VW 2018। আব্বা খুশি হলেন। আমি হাসলে, তাঁর অপ্রাপ্তির কষ্ট দূর হয় কিছুটা।


আরও পড়ুনঃ


সুপারফুড কাউন চাল

দশ বছর আগে যা ঘটেছে তার জন্য আমি দায়ী নই : প্রভা

প্রিয়াঙ্কাকে জীবনসঙ্গী করার গোপন রহস্য জানালেন নিক

নুসরাতের বুকে নতুন ট্যাটু, কী লেখা আছে জানতে ব্যাকুল ভক্তরা


সে গাড়ি ছেড়ে দিতে ইচ্ছে হলো। বিশ হাজার মাইলেজের গাড়ি ট্রেড-ইন করে নিলাম Mercedes-Benz (2019 GLA-250)। এই ব্র্যান্ডের একটা গাড়ি চালানোর স্বপ্ন আগলে রেখেছিলাম। স্বপ্ন আগলে রাখা ছাড়া আর কিছুই করতে শিখিনি আমি! আব্বা-আম্মা দেশ থেকে জেনে খুশি হয়েছেন। কাছে থাকলে আরো খুশি হতেন।

আমাদের অসংখ‍্য ছেলে-মেয়ের অপ্রাপ্তির কৈশোর থাকে। যৌবন থাকে। —দুঃখ করো না!  শুধু স্বপ্নকে আগলে রাখো। স্বপ্নেকে বাঁচানোর যুদ্ধ করো।    

news24bd.tv / নকিব