মেয়রদের টনক নড়াতে মশারি টানিয়ে অভিনব প্রতিবাদ

মেয়রদের টনক নড়াতে মশারি টানিয়ে অভিনব প্রতিবাদ

অনলাইন ডেস্ক

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়ররা নগরের মশা মারতে ব্যর্থ হওয়ায় মশারি টানিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।   

শুক্রবার (১২ মার্চ) সকাল পৌনে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই অভিনব প্রতিবাদ জানানো হয়।
 
ভাড়াটিয়া পরিষদের মানববন্ধনে আধা ইঞ্চি মশা মারতে দুই মেয়র ব্যর্থ দাবি করে অবিলম্বে মশার উপদ্রুপ থেকে রাজধানীবাসীকে রক্ষার দাবি জানানো হয়।   

ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, ভাড়াটিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা মো. মোস্তফা, মো. মাকসুদুর রহমান, জামাল শিকদার ও শামীম আহমেদ প্রমুখ।

আরও পড়ুন


মুক্তি বাহিনীকে অনুপ্রেরণা জুগিয়েছিলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা

এখন রাজনীতি করার পরিবেশ নেই

দেশে এখন সবাই আওয়ামী লীগ: নানক

কৌশল পাল্টাচ্ছে মাদক চোরাকারবারীরা


মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর বস্তি থেকে অভিজাত এলাকা, সর্বত্রই মশার আক্রমণ। এ যেন মানুষের আবাসস্থল নয়, যেন মশার রাজধানী। মশা মারতে সম্পূর্ণ ব্যর্থ ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র। ব্যর্থতার দায় স্বীকার করে দ্রুত মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা।

 

news24bd.tv আহমেদ