মমতার নেই গাড়ি-বাড়ি, স্বর্ণও ১ ভরির কম

মমতার নেই গাড়ি-বাড়ি, স্বর্ণও ১ ভরির কম

অনলাইন ডেস্ক

হরহামেশাই ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতার দুর্নীতির খবর বের হয়। দুর্নীতির অভিযোগে যেখানে জর্জরিত অনেক নেতা সেখানে পুরোটাই ব্যতিক্রম  মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে দেশটির এক তৃতীয়াংশ নেতার সম্পত্তির পরিমাণ কোটি টাকার বেশি সেখানে মমতার সম্পত্তির পরিমাণ প্রায় ১৭ লাখ টাকা।  

সম্প্রতি হলদিয়ায় মনোনয়ন পেশের সময় ব্যক্তিগত সম্পত্তির হলফনামা জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

সম্পত্তির হলফনামায় দেখা যায় তৃণমূল নেত্রী নেই বাড়ি ও গাড়ি।


অভাব দুর হবে, বাড়বে ধন-সম্পদ যে আমলে

সূরা কাহাফ তিলাওয়াতে রয়েছে বিশেষ ফজিলত

করোনার ভ্যাকসিন গ্রহণে বাধা নেই ইসলামে

নামাজে মনোযোগী হওয়ার কৌশল


মনোনয়নে মমতা উল্লেখ করেছেন, তার হাতে নগদ টাকার পরিমাণ রয়েছে ৬৯ হাজার ২৫৫ টাকা। ব্যাংকে রয়েছে, ১২ লাখ ২ হাজার ৩৫৬ টাকা। তার কাছে যেই ন্যাশনাল সেভিং সার্টিফিকেট রয়েছে তার মূল্য ১৮ হাজার ৪৯০ টাকা।

মনোনয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও জানিয়েছেন কোথাও কোনও ঋণ নেই তার। পরিবারিক সূত্রে কোনও পৈতৃক সম্পত্তিও তিনি পাননি। কোনও ইনকাম ট্যাক্স, পুরসভা সংক্রান্ত কোনও কর বা জিএসটি সংক্রান্ত কোনও কর তার বাকি নেই।  

মনোনয়নে উল্লেখ রয়েছে, মমতার গয়নার পরিমাণ ১০ গ্রামেরও ও কম। ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম। যার মূল্য ৪৩ হাজার ৮৩৭ টাকা। পাশাপাশি কোনও গাড়ি নেই। বাড়ি নেই। বসত বা চাষযোগ্য জমিও নেই।

news24bd.tv/আলী