বেবিচকে ৫৭৫০০০ টাকা বেতনের চাকরি

বেবিচকে ৫৭৫০০০ টাকা বেতনের চাকরি

অনলাইন ডেস্ক

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চুক্তিভিত্তিক বেশ কিছু শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চারটি পদ পূর্ণকালীন ও চুক্তিভিত্তিক। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ৮ এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশন্স ইন্সপেক্টর)-ফিক্সড উইং

পদের সংখ্যা-২
আবেদনের যোগ্যতা
 *এইচএসসি (বিজ্ঞান)
 *এয়ারলাইনস ট্রান্সপোর্ট লাইসেন্স থাকতে হবে।
 *যেকোন এয়ারলাইনসে ইন্সট্রাকটর পাইলট হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে।
 *ফ্লাইট অপারেশন ও লাইসেন্স প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
 *পাইলট ইন কমান্ড হিসাবে সাত হাজার ঘণ্টার অভিজ্ঞতা থাকতে হবে।


 বেতন–ভাতা—৫৭৫০০০ টাকা

বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশন্স ইন্সপেক্টর)-রোটর উইং
পদের সংখ্যা-১টি
আবেদনের যোগ্যতা
 *এইচএসসি (বিজ্ঞান)
 *কমার্শিয়াল পাইলটের লাইসেন্স থাকতে হবে।
 *যেকোনো এয়ারলাইনসে ইন্সট্রাকটর পাইলট হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে।
 *ফ্লাইট অপারেশন ও লাইসেন্স প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
 *পাইলট ইন কমান্ড হিসাবে তিন হাজার ঘণ্টার অভিজ্ঞতা থাকতে হবে।
 বেতন–ভাতা—৩৪৫০০০ টাকা


অর্থ আত্মসাৎও ব্ল্যাকমেইলের মামলায় গ্রেপ্তার অভিনেত্রী স্বর্ণা

ভালো চাকরি পাওয়ার আমল

এ দেশে অন‍্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন‍্যায় : সারোয়ার আলম

নামাজে মনোযোগী হওয়ার কৌশল


বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশন্স ইন্সপেক্টর)-ফ্লাইং স্কুল

পদের সংখ্যা-১টি
আবেদনের যোগ্যতা
এইচএসসি (বিজ্ঞান)
 এয়ারলাইনস ট্রান্সপোর্ট লাইসেন্স থাকতে হবে।
 যেকোন এয়ারলাইনসে ইন্সট্রাকটর পাইলট হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে।
 ফ্লাইট অপারেশন ও লাইসেন্স প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
 পাইলট ইন কমান্ড হিসাবে পাঁচ হাজার ঘণ্টার অভিজ্ঞতা থাকতে হবে।
 বেতন–ভাতা—৩৪৫০০০ টাকা

আবেদন যেভাবে করতে হবে
আবেদনপত্র পাঠাতে হবে চেয়ারম্যান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা-১২২৯—এই ঠিকানায়।

আবেদন ফি আবেদনপত্রের সঙ্গে ১০০০ টাকা ফি সংযুক্ত করতে হবে।

news24bd.tv/আলী