সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ আলী আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি লেফটেন্যান্ট এনায়েত
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের অক্সিলারি লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন সৈয়দ এনায়েত আলী। গত ৯ই মার্চ তিনি এ পদোন্নতি পান। উল্লেখ্য, এনউয়াইপিডি ১৯৫০ সালে অক্সিলারি পুলিশ বিভাগ গঠন করা হয় ।এ বিভাগে প্রথম কোন বাংলাদেশি লেফটেন্যান্ট হিসেবে সৈয়দ এনায়েত আলী এই কৃতিত্ব অর্জন করলেন।
সৈয়দ এনায়েত বাংলাদেশ জাতীয় বক্সিংয়ের প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং দক্ষিন এশিয়া গেমসের রানার্সআপ বক্সার। ১৯৮৮ সালের বডি বিল্ডিংয়ে হেভি ওয়েট ‘মিস্টার বাংলাদেশ’ ১৯৮৯ সালে আমেরিকায় এসেছেন। তিনি অক্সিলারি পুলিশ হিসেবে ২০০২ সালে যোগদান করেন এবং তিনি ২০০৯ সালে প্রথম অক্সিলারি পুলিশ সার্জেন্ট হিসেবে পদোন্নতি পান।
অর্থ আত্মসাৎও ব্ল্যাকমেইলের মামলায় গ্রেপ্তার অভিনেত্রী স্বর্ণা
এ দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায় : সারোয়ার আলম
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট ১৯৫০ সালে অক্সিলারি পুলিশ গঠন করে। এটি মূলত ভলান্টারি সার্ভিস। কোনো পারিশ্রমিকের বিনিময়ে নয় বরং কমিউনিটিকে সাহায্যের উদ্দশ্যে শতাধিক বাঙালি কাজ করছেন। লেফটেন্ট সৈয়দ এনায়েত আলী কুইন্স নর্থের ১১৪ পুলিশ প্রিসেঙ্কেটে প্রায় ১৯ বছর যাবত কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপার) করেসপন্ডিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, সৈয়দ এনায়েত আলী নিউইয়র্কের কুইন্সে স্ত্রী লাভলী এবং একমাত্র কন্যা মাইশাকে নিয়ে বসবাস করছেন। সৈয়দ এনায়েত আলীর এই পদোন্নতিতে অনেকে তাকে অভিনন্দন জানিয়েছেন।
news24bd.tv/আলী
পরবর্তী খবর
মন্তব্য