১৮ কোটি টাকার এক ডোজ ওষুধ যে কাজে লাগে

১৮ কোটি টাকার এক ডোজ ওষুধ যে কাজে লাগে

অনলাইন ডেস্ক

বিশ্বের সব চেয়ে দামি ওষুধকে অনুমোদন দিল ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য পরিষেবা (National Health Services)। যার এক ডোজের দামই ১৮ কোটি টাকা।

তবে এটি যে রোগের ওষুধ যে রোগটাও সচরাচর চোখেই পড়ে না! এই রোগের নাম স্পাইনাল মাসকুলার অ্যাটরোফি (Spinal Muscular Atrophy) বা এসএমএ (SMA)। যা কিনা কোটিতে এক জনের শরীরে দেখা যায়।

বিশেষরজ্ঞরা জানাচ্ছেন বিরলতম জেনেটিক এই রোগ মানুষকে পঙ্গু করে দেওয়ার পাশাপাশি শরীরের পেশিগুলিকে দুর্বল করে দেয়। কোনও এক সময় হাঁটাচলার শক্তি হারিয়ে ফেলেন এসএমএ আক্রান্ত ব্যক্তি। অনেক সময়ে তা মানুষের মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায়।

এই রোগের চিকিৎসা যে কত ব্যয়বহুল তা জানান দিল নতুন ওষুধ।

বিরলতম এসএমএ-র চিকিৎসায় নোভার্টিস জেনে থেরাপিয়েস (Novartis Gene Therapies) বাজারে নিয়ে এল জোলগেনসমা ( Zolgensma)। যে ওষুধের এক ডোজের দামই ১৮ কোটি টাকা বলে জানানো হয়েছে। ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য পরিষেবা তা বাজারে বিক্রি করার ছাড়পত্র দিয়েছে।

যদিও সব বয়সের রোগীরা এই ওষুধ নিতে পারবেন না বলে জানানো হয়েছে। একমাত্র যে সব শিশু এসএমএ রোগে আক্রান্ত, তাদের শরীরে প্রয়োগ করা যাবে জোলগেনসমা।


আরও পড়ুনঃ


 

সুপারফুড কাউন চাল

দশ বছর আগে যা ঘটেছে তার জন্য আমি দায়ী নই : প্রভা

প্রিয়াঙ্কাকে জীবনসঙ্গী করার গোপন রহস্য জানালেন নিক

নুসরাতের বুকে নতুন ট্যাটু, কী লেখা আছে জানতে ব্যাকুল ভক্তরা


বিশেষজ্ঞরা জানিয়েছেন যে প্রধানত শিশুরা এসএমএ-র প্রথম টাইপ নিয়ে পৃথিবীতে আসে। যা পরে তাদের প্রাণহানির কারণ হতে পারে বলে জানানো হয়েছে। তবে জোলগেনসমার প্রয়োগে সেই সব শিশুরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে বলেও মনে করা হচ্ছে।

এক পরীক্ষায় দেখা গিয়েছে জোলগেনসমার মাধ্যমে ভেন্টিলেটর ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিতে পারেন শিশুরা। বিরলতম রোগের কারণে শরীরে যে প্রোটিনের অভাব ঘটে, জোলগেনসমা তা পূরণ করে বলে জানানো হয়েছে।

যে শিশুরা এসএমএ টাইপ ওয়ানে আক্রান্ত হয়, তাদের শরীরের মোটর ফাংশনে জোলগেনসমা বড় ভূমিকা নেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

news24bd.tv / নকিব


আরও পড়ুনঃ


সুপারফুড কাউন চাল

দশ বছর আগে যা ঘটেছে তার জন্য আমি দায়ী নই : প্রভা

প্রিয়াঙ্কাকে জীবনসঙ্গী করার গোপন রহস্য জানালেন নিক

নুসরাতের বুকে নতুন ট্যাটু, কী লেখা আছে জানতে ব্যাকুল ভক্তরা

 

এই রকম আরও টপিক