নোয়াখালীর রাজনৈতিক অস্থিতিশীলতা এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে

নোয়াখালীর রাজনৈতিক অস্থিতিশীলতা এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে

Other

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে রাজনৈতিক অস্থিতিশীলতা এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আবার যেন সেখানে কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটতে পারে সে জন্য পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।  

জেলা পুলিশের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আনা হয়েছে পুলিশ সদস্য। সকাল থেকে বসুরহাটের গুরুত্বপূর্ণ বিাভন্ন স্থানে পুলিশ সদস্যরা অবস্থান নেয়।

ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের সকাল থেকে মোতায়েন করা হয়েছে ৩০০ পুলিশ এবং ১৬ জন র‌্যাব সদস্য।  


রাস্তায় ফেলে যুবককে মারপিট, ছবি ভাইরাল

বিয়ে করাতে রাজি না হওয়ায় মাকে কুপিয়ে হত্যা

দেশে করোনায় মৃত্যু আবারও বাড়ল

স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ, সন্ত্রাসীদের হাতে স্বামী খুন


পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আমাদের ৩০০ জনের ফোর্স রয়েছে।

বিভিন্ন জেলা থেকে পুলিশ এসেছে। বসুরহাটের গুরুত্বপূর্ণ স্থানসমূহে পুলিশ সকাল থেকে অবস্থান করছে।

টহল দিচ্ছেন র‌্যাবের সদস্যরাও। পাশাপাশি পুলিশের একাধিক মোবাইল টিম সার্বক্ষণিক টহলে রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।   

news24bd.tv / কামরুল