আম পরিবহনের জন্য এবার একাধিক স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী

আম পরিবহনের জন্য এবার একাধিক স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী

Other

এ বছরও আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে ‘ম্যাংগো স্পেশাল’ একাধিক ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি।  

আজ শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে শুল্কস্টেশন পরির্দশন শেষে এ কথা বলেন তিনি।  

রেলমন্ত্রী বলেন, গত বছর আম পরিবহনের জন্য একটি ট্রেন চালু করেছিলাম। এবার একাধিক ট্রেন চালু করা হবে।

 


রাস্তায় ফেলে যুবককে মারপিট, ছবি ভাইরাল

বিয়ে করাতে রাজি না হওয়ায় মাকে কুপিয়ে হত্যা

দেশে করোনায় মৃত্যু আবারও বাড়ল

স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ, সন্ত্রাসীদের হাতে স্বামী খুন


রেলমন্ত্রী আরও জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যাবসা-বাণিজ্য বাড়ছে। ভারত তাদের রপ্তানিপণ্যের বেশিরভাগই ট্রেনের মাধ্যমে পরিবহন করতে চাই। আমরা এ বিষয়েও সম্ভাব্যতা যাচাই করছি। দুইদিনের রাজশাহী সফরে এসে প্রথমদিনেই রেলমন্ত্রী বেলা সাড়ে তিনটার দিকে বিশেষ ট্রেনে রহনপুর স্টেশনে আসেন।

 

মন্ত্রীর সঙ্গে রেলওয়ের ছিলেন উর্ধতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দরা ছিলেন। রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।  

news24bd.tv / কামরুল